8 C
London
November 10, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের শিক্ষার্থীদের গ্রীষ্মের ছুটি সাধারণ নির্বাচনকে প্রভাবিত করবে

হাইয়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউট এক গবেষণায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রীষ্মের ছুটির কারণে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাদের বিশ্লেষণ অনুসারে, শিক্ষার্থীদের কারণে ৩০ টিরও বেশি রক্ষণশীল আসন কনজার্ভেটিভ দলের হাত ছাড়া হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মন্ত্রিপরিষদ মন্ত্রী এস্টার ম্যাকভির ট্যাটন আসনটি ঝুঁকিপূর্ণ আসনের মধ্যে একটি যা শিক্ষার্থীদের গ্রীষ্মের ছুটির কারণে তিনি হারাতে পারেন।

মঙ্গলবারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য সাইন আপ করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্ট ফোরাম।

হাইয়ার পলিসি এডুকেশন ইন্সটিটিউটের বিশ্লেষণ অনুযায়ী গ্রীষ্মের ছুটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটি চরম ভুল সিদ্ধান্ত ছিল সরকারের। আবার অন্য একটি বিশ্লেষণে জানা যায় ১৮-২৪ বছরের বয়সী ভোটারদের সমর্থন পাওয়ার সম্ভাবনা কম কনজারভেটিভ সরকারের। সেই হিসাবে হয়ত ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এইচ,ই,পি,আই-য়ের পলিসি ম্যানেজার জশ ফ্রিম্যানের মতে, ২০২৪ সালের সাধারণ নির্বাচন স্বাভাবিক হবে না। সাধারণত নির্বাচন টার্ম টাইমে অনুষ্ঠিত হয় যেখানে লেবার পার্টি বেশি সংখ্যক সমর্থন পেয়ে থাকে। কিন্তু ২০২৪ সালের নির্বাচন গ্রীষ্মের ছুটির কারণে শিক্ষার্থীরা তাদের বাড়িতে ফিরে যাবে।

ইউগভের জরিপ অনুযায়ী টেটন আসনটি কনজারভেটিভদের জন্য ঝুঁকির মধ্যে রয়েছে। কনজারভেটিভ প্রার্থী ম্যাকভি এবং তার লেবার পার্টির প্রতিদ্বন্দ্বী রায়ান জুডের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। এইচপিআই গবেষণা অনুযায়ী ঐ অঞ্চলে শিক্ষার্থীদের সংখ্যা – ১,৮০০ জন যারা ভোটারদের ২.৪% প্রতিনিধিত্ব করে। ইউগভের পূর্বাভাস অনুযায়ী শিক্ষার্থীদের এই সংখ্যা প্রার্থীদের ফলাফল নির্ধারণে ভুমিকা রাখবে।

ঝুঁকিপূর্ণ আসনের মধ্যে হার্টফোর্ডশায়ারের হার্পেনডেন এবং বারখামস্টেডের আসনটি শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত। ফিঞ্চলে, গোল্ডার্স গ্রিন, উইন্ডসর, টুনব্রিজ ওয়েলস এবং সারে হিথের মতো আসনগুলি ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য যে, রক্ষণশীলরা এখন পর্যন্ত শিক্ষার্থী ভোটারদের লক্ষ্য করে খুব সামান্য প্রস্তাব দিয়েছে। কনজারভেটিভের ইশতেহারের মধ্যে রয়েছে “স্বল্প মূল্যে” বিশ্ববিদ্যালয় কোর্সের জায়গায় শিক্ষানবিশ কোর্সকে প্রসারিত করা। যেখানে লেবার পার্টি উচ্চ শিক্ষার জন্য একটি “সুরক্ষিত ভবিষ্যতের” প্রতিশ্রুতি দিয়েছে। লিবারেল ডেমোক্র্যাট পার্টি উচ্চশিক্ষার জন্য টিউশন ফি’স হ্রাসের পরিকল্পনার কথা জানিয়েছে। এইসব ক্ষেত্রে গ্রিন পার্টি সবচেয়ে ভালো পরিকল্পনার কথা জানিয়েছে। তারা শিক্ষার্থীদের টিউশন ফি কমিয়ে আনা এবং গবেষণা অনুদান পুনরায় চালুর প্রস্তাব করেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৮ জুন ২০২৪

আরো পড়ুন

অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ভিসা ফি বাড়াতে যাচ্ছে যুক্তরাজ্য

২৭ টিকিট কিনলেই লটারি জেতা সম্ভব, জানালেন ব্রিটিশ গণিতবিদেরা

রুয়ান্ডা নীতি প্রকাশ করা আবশ্যক: বিচারকের রায়