16.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সাসেক্সে মসজিদে আগুন, পুলিশ বলছে এটি ঘৃণামূলক অপরাধের ইঙ্গিত

যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের পিসহেভেন এলাকায় একটি মসজিদে অগ্নিসংযোগের সন্দেহজনক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এটি ঘৃণামূলক অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্ত করা হচ্ছে।
শনিবার রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ফিলিস অ্যাভিনিউতে অবস্থিত মসজিদে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের সামনের প্রবেশপথ এবং বাইরে পার্ক করা একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছেন এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন, যাতে অগ্নিসংযোগের পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা যায়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়কে আশ্বস্ত করতে টহল জোরদার করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ ও মুসলিম কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে তদন্ত চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৫ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মে নির্বাচনে লেবার পার্টির ব্যর্থতা মানেই কি স্টারমারের বিদায় ঘণ্টা?

৬৪৭টি আবেদন শেষে চাকরি, তীব্র প্রতিযোগিতায় হতাশ ব্রিটিশ গ্র্যাজুয়েটরা

প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন মাইকেল গভ

অনলাইন ডেস্ক