6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবার একটি গবেষণা হতে ধারনা করা হয়, রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বছরে কয়েক মিলিয়ন পাউন্ডের বাজেট বাঁচাতে সাহায্য করতে পারে। তাছাড়া এনএইচএস কর্মীদের উপর চাপ কমাতেও এই প্রযুক্তি ভুমিকা নিতে পারবে বলে গবেষণায় দেখা যায়।

মন্ত্রীরা বলেন, প্রযুক্তিগত উন্নতির অর্থ হ’ল ফ্রন্টলাইন কর্মীদের প্রশাসনিক কাজে আর বেশি সময় নষ্ট করতে হবে না।

গবেষণার ব্লুপ্রিন্ট দাবি করেছে ‘রোবোটিক প্রক্রিয়া অটোমেশন’ ব্যাক-অফিসের কাজগুলি মানুষের চেয়ে দশগুণ দ্রুততর পরিচালনা করতে পারে। যা ব্যয় ৩০ শতাংশ সাশ্রয় করবে এবং কাজ হবে কম ত্রুটিপূর্ণ।

এই ব্যবস্থা গ্রহণ করলে এনএইচএস ওয়ার্কফোর্স পরিকল্পনার অন্যতম সংস্কার হিসেবে ইতিহাসে উল্লেখ থাকবে বলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা প্রয়োগে সরকার করদাতাদের ১০ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতেও সক্ষম হবে।

স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য সচিব স্টিভ বার্কলে এআই প্রযুক্তি গ্রহণ করার পক্ষে মতামত জানিয়েছেন। এই ব্যবস্থা এনএইচএস কর্মীদের বিভিন্নভাবে সাহায্য করতে সক্ষম। একটি এআই সফটওয়্যার চ্যাটজিপিটি ব্যবহার করে ডাক্তারদের নোটগুলি প্রতিলিপি করতে সহজ হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম খবরে জানায় ভবিষ্যতে রোগীরা ‘রোবট রিসেপশনিস্টস’ এর সাথে দেখা করে নিজেদের এপয়েন্টমেন্ট নিতে দেখা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ডাক্তারের এপয়েন্টমেন্ট এবং অপারেশনের সময়সূচিও নির্ধারণ করতে পারবে।

কমন্স হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কমিটির এমপিরা বলেন, এনএইচএসে প্রযুক্তি এতটা পুরানো যে এটি চিকিৎসকদের তাদের কাজের কম্পিউটারে লগ ইন করতে ১৫ মিনিট সময় লাগিয়ে দেয়। স্বাস্থ্য সচিব স্টিভ বার্কলে উৎপাদনশীলতা সর্বাধিকতর করতে এবং রোগীর যত্নের গতি বাড়ানোর জন্য প্রযুক্তিগত অগ্রগতির দিকে মনোনিবেশ করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।

উল্লেখ্য যে, মিঃ বার্কলে ইতিমধ্যে রোগ নির্ণয়ের গতি বাড়ানোর জন্য এআই ব্যবহার করতে ২১ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছেন। যা এনএইচএসের জন্য হতে পারে নতুন দিগন্তের সুচনা।

এম.কে
০৬ জুলাই ২০২৩

 

আরো পড়ুন

ইংল্যান্ডে মহিলাদের উপর সহিংসতায় জড়িয়ে পড়েছে অনেক পুলিশ সদস্য, আস্থা সংকটে পুলিশ

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় আবেদনের হার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে

ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীকে বয়কট করলেন মুসলিম জুডো খেলোয়াড়রা