12 C
London
March 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেল মার্কেট গ্রেট ব্রিটিশ মার্কেটস অ্যাওয়ার্ডসে সম্মানিত

ঐতিহাসিক হোয়াইটচ্যাপেল মার্কেট ২০২৫ সালের গ্রেট ব্রিটিশ মার্কেটস অ্যাওয়ার্ডসে (GBMA) সেরা বড় আউটডোর মার্কেট হিসেবে নির্বাচিত হয়েছে।

এটি তরুণ ব্যবসায়ীদের সহায়তা, টেকসই ব্যবসা পরিচালনা এবং কমিউনিটি পার্টনারশিপের জন্য প্রশংসিত হয়েছে।

এই বাজারের ইতিহাস শুরু ১৬৬৫ সাল হতে এবং এটি সপ্তাহে ছয় দিন পরিচালিত হয়। যেখানে ৮০-র বেশি ব্যবসায়ী তাজা ফলমূল, মাছ, পোশাক, গৃহস্থালী পণ্য ও স্ট্রিট ফুড বিক্রি করেন।

২০২৪ সালে এটি ন্যাশনাল মার্কেট ট্রেডার্স ফেডারেশনের ইয়াং ট্রেডার্স মার্কেট আয়োজন করেছিল।

এছাড়াও, “নো ইয়োর অনিয়নস” ক্যাম্পেইনের অংশ হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ দিয়েছে এবং এক স্থানীয় শিল্পীর তিন দিনের আর্ট এক্সিবিশনের আয়োজন করেছিল।

ব্যবসায়ী নূরজামান চৌধুরী বলেন, “আমি এই বাজারে ১৩ বছর ধরে ব্যবসা করছি – এই পুরস্কার পাওয়ায় আমরা খুব খুশি।”

আরেক ব্যবসায়ী, হাসান দারবিশ, বলেন, “আমি ২৩ বছর ধরে হোয়াইটচ্যাপেল মার্কেটে কাজ করছি এবং একজন স্বনির্ভর ব্যবসায়ী হিসেবে এখানে কাজ করতে পেরে খুব খুশি। আমাদের কমিউনিটি খুবই ভালো, ব্যবস্থাপনা থেকে আমরা অনেক সহায়তা পাই, আর ব্যবসায়ীরাও খুব বন্ধুত্বপূর্ণ।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস জিপি কেয়ার গ্রুপের সহযোগিতায় সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের জন্য কর্মঘণ্টার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করেছে।

পরিবেশ ও জলবায়ু জরুরি বিষয়ক মন্ত্রী, কাউন্সিলর শাফি আহমেদ, বলেন, “হোয়াইটচ্যাপেল মার্কেট ইতিহাস, সংস্কৃতি ও কমিউনিটির কেন্দ্রস্থল – এবং এটি দিন দিন আরও উন্নত হচ্ছে। ২০২১ সাল থেকে, কাউন্সিল ব্যবসায়ীদের ও বৃহত্তর কমিউনিটির সঙ্গে কাজ করে বাজারের অবকাঠামো উন্নয়নে £৯.৩ মিলিয়ন বিনিয়োগ করেছে এবং বাজারসংলগ্ন পাবলিক স্পেসের পরিবেশও উন্নত করেছে।”

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রিটিশ মার্কেট অথরিটিস আয়োজিত এই বার্ষিক পুরস্কার অনুষ্ঠান বাজারগুলোর স্থানীয় সম্প্রদায়, উন্নয়ন ও পর্যটনে অবদানের স্বীকৃতি দেয়।

হোয়াইটচ্যাপেল মার্কেট ছিল টাওয়ার হ্যামলেটসের দুটি বিজয়ী ওপেনপ্লেস মার্কেটের মধ্যে একটি।

কোলাম্বিয়া রোড ফ্লাওয়ার মার্কেট সেরা ছোট মার্কেট প্লেসের পুরস্কার জিতেছে।

সূত্রঃ মিরর

এম.কে
০৬ মার্চ ২০২৫

আরো পড়ুন

ওমিক্রন সংক্রান্ত ইংল্যান্ডের নতুন কোভিড আইন

ব্রিটিশ পুলিশের ১০০ ধর্ষণের তথ্য প্রকাশ

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডে এক বন্দীর পেছনেই খরচ ৭২ লাখ টাকা