21.8 C
London
August 9, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ১২ মাস ফাঁকা বাড়ির মালিকদের জন্য ওয়েলশ সরকারের বড় প্রণোদনা

ওয়েলসে দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িগুলোকে পুনরায় বাসযোগ্য ও শক্তি-সাশ্রয়ী করতে বিশেষ অনুদান চালু করেছে ওয়েলশ সরকার। এই প্রকল্পের আওতায় যোগ্য মালিকেরা সর্বোচ্চ £২৫,০০০ পর্যন্ত সহায়তা পাবেন। উদ্দেশ্য হলো—অব্যবহৃত সম্পত্তি সংস্কারের মাধ্যমে আবাসন সংকট কমানো এবং জ্বালানি দক্ষতা বাড়ানো।

অনুদান ধাপে ধাপে প্রদান করা হবে, এবং প্রত্যেক আবেদনকারীকে প্রকল্প ব্যয়ের অন্তত ১৫ শতাংশ নিজ দায়িত্বে বহন করতে হবে। যোগ্য হতে হলে সম্পত্তিটি আবেদন তারিখে অন্তত ১২ মাস ধরে ফাঁকা থাকতে হবে এবং কাউন্সিল ট্যাক্সের তালিকায় গৃহস্থালি সম্পত্তি হিসেবে নিবন্ধিত থাকতে হবে। সম্পত্তি মালিকানা বা ক্রয় প্রক্রিয়াধীন থাকা বাধ্যতামূলক। সংস্কার শেষে আবেদনকারীকে অন্তত পাঁচ বছর বাড়িটিকে নিজের একমাত্র প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে।

প্রকল্পে অংশ নিচ্ছে মোট ১৮টি স্থানীয় কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে Blaenau Gwent, Bridgend, Caerphilly, Carmarthenshire, Ceredigion, Conwy, Denbighshire, Gwynedd, Isle of Anglesey, Merthyr Tydfil, Monmouthshire, Neath Port Talbot, Rhondda Cynon Taf, Pembrokeshire, Powys, Swansea এবং Vale of Glamorgan। এর মধ্যে Ceredigion, Gwynedd, Isle of Anglesey ও Swansea-তে অতিরিক্ত শর্ত প্রযোজ্য।

আবেদন গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন করছে Rhondda Cynon Taff County Borough Council। আগ্রহীরা সরাসরি 01443 494712 নম্বরে ফোন করতে পারেন বা EmptyHomesGrant@rctcbc.gov.uk ঠিকানায় ইমেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন। ওয়েলশ ও ইংরেজি—উভয় ভাষায় যোগাযোগের সুযোগ থাকছে।

সূত্রঃ গভ.ওয়েলস

এম.কে
০৯ আগস্ট ২০২৫

আরো পড়ুন

অ্যান্টার্কটিকায় বিপুল তেল-গ্যাস পেল রাশিয়া, অঞ্চলটি নিজেদের দাবি যুক্তরাজ্যের

“ব্রিটিশ মুসলমানদের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রক্ষণশীলরা”

অনলাইন ডেস্ক

ক্যানসার আক্রান্ত কেটের সাক্ষাৎ চান হ্যারি, ‘কাছে ঘেঁষতে’ দেবেন না উইলিয়াম