22.3 C
London
September 19, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

যুবকের নিজের হাসির স্টাইল সুন্দর করতে গিয়ে মৃত্যু

সামনে বিয়ে, তাই নিজের হাসি আরও সুন্দর করতে চেয়েছিলেন যুবক। এ কারণেই দ্বারস্থ হন চিকিৎসকের। তাদের পরামর্শে সার্জারিও করতে রাজি হন। কিন্তু সার্জারির পর আর ফেরেননি। ‘স্মাইল ডিজাইনি’ সার্জারির সময়ই মৃত্যু হয় ভারতের হায়দ্রাবাদের সেই যুবকের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই যুবকের নাম লক্ষ্মী নারায়ণ। ২৮ বছর বয়সী এই যুবক ১৬ ফেব্রুয়ারি অস্ত্রপোচার টেবিলে যান। এফএমএস ইন্টারন্যাশনাল ডেন্টাল ক্লিনিকে তার অপারেশন হয়।

তবে তার বাবার অভিযোগ, অ্যানেসথেশিয়ার ওভারডোজের কারণে লক্ষ্মী নারায়ণের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তারা ছেলে সার্জারির সময় জ্ঞান হারান। এরপর নিকটস্থ অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

নারায়নের বাবা বলেন, তার ছেলে তাদেরকে অস্ত্রোপচারের বিষয়ে কোনো কিছু জানায়নি। তার কোনো শারীরিক সমস্যাও ছিল না। তার মৃত্যুর জন্য চিকিৎসকরাই দায়ী।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, নিহতের পরিবার ক্লিনিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করেছে। তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

এবছর থেকে যুক্তরাজ্যে ভারতীয়দের থাকা ও কাজের সুযোগ বাড়ছে

ভারতের পার্লামেন্টে এমপি হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শাশুড়ি

বাংলাদেশসহ ৩ দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া শুরু করল ভারত