13.1 C
London
April 29, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রমজান উপলক্ষ্যে লন্ডনের রাস্তায় আলোকসজ্জা

লন্ডনের মেয়র সাদিক খান মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে প্রথম রমজান মাস উদযাপনের জন্য শহরের রাস্তায় লাইটিং ব্যবস্থা চালু করেছেন।

ইউরোপে এই প্রথম এমন ব্যবস্থা চালু করা হয়েছে যাতে ৩০০০০ এরও বেশি লাইট আলোকসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে। এই আলোকসজ্জায় পিক্যাডিলি সার্কাসকে আলোকিত করবে।

মেয়র সাদিক খান সহ সকল মুসলমানরা এই বছর ২৩ শে মার্চ থেকে ২১ শে এপ্রিল পর্যন্ত রমজান মাস উদযাপন করবেন।

এই উদ্যোগটি অলাভজনক সংস্থা রমজান লাইটস ইউকে দ্বারা পরিচালিত , যা জনসাধারণের অনুদানের মাধ্যমে আলোকসজ্জা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।

রমজান লাইটের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের আয়িশা দেশাই বলেছেন, “ছোটবেলায়, রমজানের উৎসবে আলো দেখার জন্য মধ্য লন্ডনে ভ্রমণ আমাদের খুব আনন্দিত করতো। আমার বোন এবং আমি গাড়ির পিছনে শুয়ে থাকতাম সানরুফের মধ্য দিয়ে লাইটের দিকে তাকিয়ে। এটা খুবই জাদুকরী ছিল। একজন গর্বিত মুসলিম হিসাবে, আমি আমার সম্প্রদায়ের কাছে সেই যাদুটিকে আবার ফিরিয়ে আনতে চাই। এবং আমাদের দাতারা মুক্তহস্তে দান করে আমাদের উৎসাহ দিয়েছেন।”

যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের বাসিন্দা বৃটিশ সংবাদমাধ্যমকে বলেন, “আলোকসজ্জা আর “হ্যাপি রমজান” লেখা প্ল্যাকার্ড যখন রাস্তায় ঝলমল করে জ্বলে মনে হয় পৃথিবীতে স্বর্গীয় চাঁদ তারা নেমে এসেছে।”

লন্ডন মেয়র ও রমজান লাইটের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন

রুয়ান্ডা যাওয়ার আতংকে শরনার্থীর আত্মহত্যার প্রস্তুতি!

অনলাইন ডেস্ক

মূল্যবৃদ্ধি ঠেকাতে পুনঃব্যবহারযোগ্য টয়লেট পেপার ক্রয়ের পরামর্শ

ভুল হাতে গাড়ির দরজা খুললে ১ হাজার পাউন্ড জরিমানা

অনলাইন ডেস্ক