TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাজা নিজ হাতে নাইট উপাধি দিলেন ডেভিড বেকহ্যামকে, ভিক্টোরিয়ার ডিজাইনেই মুগ্ধ সম্রাট

ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম অবশেষে পেলেন রাজকীয় নাইট উপাধি। সোমবার (৪ নভেম্বর) উইন্ডসর ক্যাসেলে এক ঐতিহাসিক আয়োজনে রাজা তৃতীয় চার্লস নিজ হাতে এই সম্মাননা প্রদান করেন তাকে। ব্রিটিশ ফুটবলের অন্যতম প্রতীক হয়ে ওঠা বেকহ্যাম এই মুহূর্তকে জীবনের সবচেয়ে “অবিস্মরণীয় সম্মান” বলে উল্লেখ করেছেন।

সম্মাননা গ্রহণের পর বেকহ্যাম সাংবাদিকদের বলেন, “তিনি (রাজা চার্লস) আমার স্যুট দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন।” হাস্যোজ্জ্বল বেকহ্যাম জানান, এই বিশেষ দিনে তিনি পরেছিলেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের নকশা করা একটি ক্লাসিক তিন-পিস স্যুট। তিনি যোগ করেন, “রাজা সবসময় নিখুঁতভাবে পোশাক পরেন, তাই আমি চেয়েছিলাম আমার লুকটিও রাজকীয় ছোঁয়ায় পূর্ণ হোক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া বেকহ্যামও। তিনি স্বামীর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “আমি তোমার জন্য গর্বিত, স্যার ডেভিড বেকহ্যাম।” দীর্ঘদিন ধরে দাতব্য কাজ, ফুটবলে অসাধারণ অবদান এবং ব্রিটিশ সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবেই এই উপাধি পান প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

উইন্ডসর ক্যাসেলের ঐতিহাসিক চেম্বারে রাজা চার্লসের সঙ্গে বেকহ্যামের সাক্ষাৎ ছিল উষ্ণ ও প্রীতিময়। রাজা ব্যক্তিগতভাবে তার ফুটবল ক্যারিয়ার এবং মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

ফুটবল মাঠে যেমন তিনি একসময় ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি আজ তিনি ব্রিটিশ সমাজের গর্ব। রাজা চার্লসের কাছ থেকে ‘স্যার’ উপাধি পাওয়া কেবল একটি সম্মান নয়—এটি এক প্রজন্মের প্রতীক, যিনি খেলার মাঠ থেকে রাজপ্রাসাদ পর্যন্ত ব্রিটিশ ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয় ভাতা দিয়ে ফুলও কেনা যাবে নাঃ কড়াকড়ি নিয়ম চালু করল ব্রিটিশ সরকার

হোম অফিসের কর্মকর্তার বিরুদ্ধে এসাইলাম কেইসে ঘুষ দাবির অভিযোগ

ইংল্যান্ডে আসতে পারে নতুন কোভিড ওয়েভ!

অনলাইন ডেস্ক