14.5 C
London
May 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানির চেয়ে বেশি সম্পদের মালিক রাজা চার্লস

চলতি মাসেই রাজ্যাভিষেক হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। এর মধ্যেই তার সম্পদের অঙ্ক নিয়ে আলোচনা শুরু হলো। ব্যক্তিগত সম্পদের নিরিখে ব্রিটেনের পরলোকগত রানি দ্বিতীয় এলিজাবেথকে টপকে গেলেন তার পুত্র। রানির যা সম্পদ ছিল, তার দ্বিগুণ সম্পত্তি রয়েছে ব্রিটেনের বর্তমান রাজার, ব্রিটিশ গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।

ব্রিটেনের রাজার সম্পদের পরিমাণ প্রায় ৬ হাজার ১০০ কোটি ভারতীয় রুপি। গত সেপ্টেম্বর পর্যন্ত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপি। গত বছর ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছেন তৃতীয় চার্লস।

 

 

 

 

চলতি মাসে রাজা হিসাবে অভিষেক হয়েছে তৃতীয় চার্লসের। ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লসই ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে প্রবীণতম হিসাবে অভিষিক্ত হয়েছেন। রাজ্যাভিষেকের কয়েক দিনের মধ্যেই আলোচনায় এলো রাজার সম্পত্তির পরিমাণ।

রাজা তৃতীয় চার্লসের যে সব সম্পদ রয়েছে, তার মধ্যে আলোচনায় এসেছে স্যান্ড্রিংহাম প্রাসাদ এবং বালমোরাল প্রাসাদ। অতীতে স্যান্ড্রিংহাম প্রাসাদের মূল্য ছিল ৫৬৭ কোটি টাকা। কিন্তু, বর্তমানে এই প্রাসাদের দাম ২৫০০ কোটি টাকা। বালমোরাল প্রাসাদের দাম ৬১৯ কোটি টাকা।

 

আরো পড়ুন

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে রাজ্যাভিষেক অনুষ্ঠানে কি হবে

যুক্তরাজ্যে নার্সিং সেক্টরে কাজ করতে অনিচ্ছুক কর্মীরা