10.5 C
London
February 24, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

রামমন্দির উদ্বোধনের পর ভারতে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের দোকানপাট

ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর ভারতে শুরু হয়েছে হিন্দু-মুসলিম দাঙ্গা। দেশের নানা স্থানে হিন্দুরা মুসলমানদের দোকানঘর ভাঙতে শুরু করেছে।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের কর্তৃপক্ষ এই সপ্তাহে মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট ভেঙে দিয়েছে। রোববার মুম্বাইয়ের কোনো কোনো স্থানে ছোটখাটো সংঘর্ষও হয়। অবশ্য সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবারের মধ্যে মুম্বাই কর্তৃপক্ষ ওই এলাকার মুসলিমদের এক ডজনেরও বেশি দোকানঘর ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল। পরের দিন সন্ধ্যায় মোহাম্মদ আলি রোডে আরো ৪০টি দোকান ভেঙে ফেলা হয়।

সূত্রঃ ডন

এম.কে
২৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ভারতে গুঁড়িয়ে দেয়া হলো বিক্ষোভকারীদের বাড়ি

অনলাইন ডেস্ক

দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ভাঙনের মুখে পড়তে যাচ্ছে ‘ইন্ডিয়া’

নিউজ ডেস্ক