TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

রাশিয়ান ভিসা ও মাস্টারকার্ড নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মিছিলে এবার যোগ দিল ভিসা ও মাস্টারকার্ড।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন এ দুটি কোম্পানি শনিবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছে, আপাতত রাশিয়ায় সেবা বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে তারা।

 

এর ফলে রুশ ব্যাংকগুলো থেকে ইস্যু করা ভিসা বা মাস্টারকার্ড দিয়ে অন্য দেশে লেনদেন করা যাবে না। অন্য কোনো দেশে ইস্যু করা কার্ডের মাধ্যমে রাশিয়ার কোনো কোম্পানিগুলো থেকে পণ্য বা সেবাও কেনা যাবে না।

তবে এসব কার্ড দিয়ে রাশিয়ায় অন্যান্য লেনদেন এখনও চলতে পারে। রুশ ব্যাংকগুলো থেকে মাস্টারকার্ড বা ভিসার লোগো সম্বলিত যে কার্ডগুলো গ্রাহকদের হাতে আছে, সেগুলো দেশের ভেতরে কাজ করতে পারে, কারণ সেগুলো দিয়ে স্থানীয়ভাবে, স্থানীয় মুদ্রায় লেনদেন হয়।

 

১৫ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

No Human is Illegal | March 30

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতের জন্য ভয়াবহ অশনিসংকেত, পেশা বদলাতে চায় চিকিৎসকরা

যুক্তরাজ্যের লিভারপুল টাউন সেন্টারে আগুন!