2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

রোবটের চাকুরী গেলো গুগলে

আর্থিক মন্দার বাজারে টেক দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে চলছে ছাঁটাই। কর্মী ছাঁটাইয়ের মহামারী শুরু হয়েছে সর্বত্র। টুইটার, ফেসবুকের পাশাপাশি গুগলেও রাতারাতি ১২ হাজার কর্মী ছেঁটে ফেলা হয়েছে। এবার গণ কর্মচ্যুতির জেরে চাকরি যেতে বসেছে রোবটদেরও।
২০১০ সালে অ্যালফাবেটের ‘এক্স মুনশট’ ল্যাবে ‘এভেরি ডে রোবট’ বলে একটি প্রজেক্ট শুরু হয়। এক এক করে এই টিমে যুক্ত হয় ২০০টির মতো রোবট। সেই থেকে এই বিভাগের রোবটগুলিকে দৈনন্দিন নানা কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়।
গুগলের অফিসে বিভিন্ন কাজ করত রোবটগুলি। কেউ দরজা খুলে দিত, কেউ ক্যাফেটেরিয়ার টেবিল মুছত, কেউ আবার আবর্জনা সাফাই করত। কিন্তু আর্থিক মন্দার জেরে এবার একসঙ্গে গোটা টিমটাই বাতিল করতে চলেছে অ্যালফাবেট।
গুগল আগেই তাদের কর্মক্ষমতার ৬ শতাংশ কমিয়ে দিয়েছে। বিশ্বজুড়ে ১২ হাজার কর্মীর চাকুরী গেছে। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গুগল সিইও সুন্দর পিচাই ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, আরও ছাঁটাই হবে।
এম.কে
২৭ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

শনিবার থেকে ৫ দেশে বিশেষ ফ্লাইট অনুমোদন

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ

যুক্তরাজ্যে কিশোর গ্যাংকে থামাতে শাস্তি দেয়া হতে পারে অভিভাবকদের