3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

র‍্যাবের বিচারবহির্ভূত অপরাধকে শুধু আস্কারাই দিচ্ছে না, বরং পুরস্কৃত করছে সরকার: মীণাক্ষী গাঙ্গুলি

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীণাক্ষী গাঙ্গুলি সম্প্রতি বাংলাদেশ সরকার ও র‍্যাবের সমালোচনায় একটি কলাম লিখেছেন। তার মতে, সরকার র‍্যাবের বিচারবহির্ভূত অপরাধকে শুধু আস্কারাই দিচ্ছে না, বরং তাদের পুরস্কৃত করছে। কলামটি তুলে ধরা হলো-

 

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার পরেও জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে তাদের পদোন্নতি ও পুরস্কারের প্রস্তাব দিয়েছেন সরকার প্রধান।

 

গত ৩০ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়। এক বছরেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাকে কুখ্যাতভাবে অপমানজনক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক হিসাবে তার কমান্ডের জন্য ২০২০ সালের এপ্রিল নিষেধাজ্ঞা দেয়। যখন র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। র‌্যাবকে ’গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বা জড়িত বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত একটি সত্ত্বা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।’

 

বিদায়ী পুলিশ প্রধান বেনজীর আহমেদও মার্কিন সরকারের নিষেধাজ্ঞা পেয়েছেন। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মহাপরিচালক থাকাকালীন র‌্যাবের দ্বারা সংঘটিত অপব্যবহারের সাথে যুক্ত। সেই সময়ে, তার কমান্ডের অধীনে থাকা কর্মকর্তারা ১৩৬টি বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড এবং ১০টি জোরপূর্বক গুমের অভিযোগ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন হলে, বাংলাদেশ সরকার তাকে নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য নিউইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে একটি সরকারী প্রতিনিধি দলের অংশ করে।

 

মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যান্যদের কাছ থেকে র‌্যাব সংস্কারের আহ্বান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, আল-মামুন সাফ জানিয়ে দেন তাদের কাজ যথারীতি চলবে। তিনি বলেন, আমরা এমন কিছু করছি না যার জন্য র‌্যাব সংস্কার করতে হবে। ‘সুতরাং, সংস্কারের প্রশ্নই আসে না।’

 

এই বছরের শুরুর দিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল-মামুন এবং অন্য একজন অনুমোদিত র‌্যাব কর্মকর্তা, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল খান মোহাম্মদ আজাদকে তাদের ‘সাহসিকতা ও দেশের সেবার জন্য’ মর্যাদাপূর্ণ পুলিশ পদক দিয়ে ভূষিত করেন। মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার প্রতিক্রিয়ায় উপপ্রধান আজাদ বলেন, ‘যদি কোনো অপরাধীকে আইনের আওতায় আনা মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে দেশের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের কোনো আপত্তি নেই।’

 

এসব কর্মকাণ্ড বাংলাদেশের নিরাপত্তাবাহিনীকে বার্তা দেয় যে সরকার শুধু অপব্যবহার উপেক্ষা করবে না, বরং তাদের পুরস্কৃত করবে।

 

এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘দৃঢ় পদক্ষেপ ও জবাবদিহিতা ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই।’

 

১১ অক্টোবর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট চালু প্রসঙ্গে যা জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক

ডিজিটাল মুদ্রা আনতে যাচ্ছে রাশিয়া

বাংলাদেশ থেকে বছরে চার হাজার কর্মী নেবে গ্রিস