9.8 C
London
October 9, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

র‍্যাপিড হোম টেস্ট কিট সংকটে যুক্তরাজ্য!

সোশ্যাল মিডিয়ায় প্রচুর যুক্তরাজ্যবাসী অভিযোগ করেছেন, তারা সরকারের ওয়েবসাইটে দ্রুত পরীক্ষার কিট অর্ডার করতে পারছেন না। সোমবার (১৩ ডিসেম্বর) এই সমস্যার খবর জানায় বিবিসি।

 

এতে বলা হয় বেশিরভাগ অভিযোগকারী একটি বার্তা পেয়েছেন যাতে লেখা ছিল: “দুঃখিত, এখন আর কোনও হোম টেস্ট নেই।

 

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) নিশ্চিত করেছে যে ‘অতিরিক্ত চাহিদার কারণে’ অর্ডার পূরণ করতে gov.uk ওয়েবসাইটে অর্ডার সাময়িকভাবে স্থগিত রয়েছে।

 

ইস্যুটি অব্যাহত থাকার সাথে সাথে একটি বিবৃতি প্রকাশ করে, UKHSA বলেছে: “যাদের একটি টেস্ট কিট প্রয়োজন তারা যেন স্থানীয় ফার্মেসিতে, কমিউনিটি সাইট এবং কিছু স্কুল ও কলেজ থেকে তা সংগ্রহ করে।

 

১৩ ডিসেম্বর ২০২১
এনএইচ

 

আরো পড়ুন

আইসিইউতে থাকা ৯০% রোগীই ‘আনবুস্টেড’: বরিস জনসন

অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু