4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লকডাউনে পার্টির ঘটনায় বরিস জনসন ও রিশি সুনাককে জরিমানা

প্রধানমন্ত্রী বরিস জনসন, চ্যান্সেলর রিশি সুনাক এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারি জনসনকে লকডাউন আইন ভাঙার জন্য জরিমানা করবে পুলিশ।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) বিবিসি জানায়, মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে নির্দিষ্ট শাস্তির জন্য এই তিনজনকে নোটিশ দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

 

লেবার নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন, জনসন এবং সুনাককে অবশ্যই পদত্যাগ করতে হবে।

 

হোয়াইটহল এবং ডাউনিং স্ট্রিটে ১২টি সমাবেশে কথিত কোভিড আইন ভঙ্গের তদন্ত করছে পুলিশ। এ পর্যন্ত ৫০টির বেশি জরিমানা করা হয়েছে।

 

পুলিশ বলেছে, যাদের জরিমানা হয়েছে তাদের সবার নাম প্রকাশ করা হবে না। তবে জনসন এবং মিস্টার সুনাক এই দলের অন্তর্ভুক্ত হলে তা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

 

১০ নম্বরের একজন মুখপাত্র বলেন, জরিমানাটি কোন ঘটনার সাথে যুক্ত তা জানানো হয়নি।

 

ওদিকে স্যার কিয়ার বলেন, এর মাধ্যমে বোঝা যায়, কনজারভেটিভরা সরকার পরিচালনার সম্পূর্ণ অযোগ্য।

 

তিনি যোগ করেন, “বরিস জনসন এবং রিশি সুনাক আইন ভঙ্গ করেছেন এবং বারবার ব্রিটিশ জনগণের কাছে মিথ্যা বলেছেন। তাদের দুজনকেই পদত্যাগ করতে হবে।”

 

তাছাড়া প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোটের জন্য সংসদে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি।

 

তিনি বলেন, সংকটকালীন সময়ে বিপদগ্রস্ত দেশকে অবহেলা করেছে সরকার।

 

২০২০ ও ২০২১ সালে কোভিড লকডাউন চলাকালীন ডাউনিং স্ট্রিটে পার্টিগুলি অনুষ্ঠিত হওয়ার রিপোর্ট গত বছরের ডিসেম্বরে প্রথম প্রকাশ পায়।

 

বরিস জনসন প্রাথমিকভাবে বলেছিলেন, সেখানে সবধরণের নির্দেশণা সর্বদা অনুসরণ করা হয়েছিল। কিন্তু একের পর এক পার্টির তথ্য প্রকাশ পেতে থাকলে তার দাবি প্রশ্নের সম্মুখীন হয়।

 

ডাউনিং স্ট্রিট বাগানে একটি পানীয় পার্টিতে যোগ দেওয়ার জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সংসদকে তিনি বলেছিলেন, এটি একটি ওয়ার্ক মিটিং ছিল বলে তার বিশ্বাস।

 

১২ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

আকাশ্চুম্বি বিদ্যুৎ বিলের কারণে ব্যবসা ছেড়ে দিচ্ছেন পাব মালিক

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে এক নারীকে ১০০ বারের বেশি ধর্ষণ

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর