4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের দোকানগুলোতে রেকর্ড বিক্রি

যুক্তরাজ্যে লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে গত ১২ এপ্রিল থেকে। দোকান পুনরায় খোলার পরে পোশাক বেচাকেনার ধুম পরে গিয়েছে।

জনপ্রিয় ফ্যাশন রিটেইলার ‘প্রাইমার্কের’ কর্তারা এই এক সপ্তাহে তাদের রেকর্ড-ব্রেকিং বিক্রি দেখে বলেছেন, ফ্যাশন ফিরে এসেছে।

অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস (এবিএফ) এর আধিকারিকরা বলেন, কোভিড -১৯ মহামারির অবসানের সাথে সাথে ক্রেতারা ঘরের পোশাক ছেড়ে বাইরে যাওয়ার জন্য পোশাক কিনছেন। তারা সিটি সেন্টার স্টোরগুলোতে ভ্রমণও করছেন।

এবিএফ এর প্রধান জন বেসন বলেন, অনেক স্টোর তাদের নিজস্ব বিক্রির রেকর্ড ভেঙেছে এই এক সপ্তাহে। এটি তৃতীয় লকডাউন থেকে আমাদের উত্থান।

তিনি আরো বলেন, মানুষ যখন বন্ধুদের সাথে বেরাতে, খেতে এবং কোনো অনুষ্ঠানে বের হবে তখন তারা কি পরবে তা নিয়ে চিন্তাভাবনা করছে।

এবিএফ-এর প্রধান নির্বাহী জর্জ ওয়েস্টন বলেন, ইংল্যান্ড এবং ওয়েলসে লকডাউন সহজ করার পরে স্টোরগুলো আবার আগের মতন ব্যবসা করতে পারবে বলে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। ইংল্যান্ড এবং ওয়েলসে রেকর্ড বিক্রি নিয়ে তিনি অনেক আনন্দিত।

 

সূত্র: ডেইলি মেইল
২১ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

ব্রেকিং নিউজ: যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, বাংলাদেশিসহ আটক ৫০১

ঋষি সুনাকই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী