7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডন টিউবে ধর্মঘট ও সর্বশেষ অবস্থা

লন্ডনের আন্ডারগ্রাউন্ড কর্মীরা গত ১ মার্চ, ২৪ ঘণ্টার জন্য সমস্ত টিউব লাইন জুড়ে ধর্মঘট করেছে। পর দিন থেকে টিউবগুলো আবার চলছে। তবে এখনও নেটওয়ার্ক জুড়ে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে৷

 

বৃহস্পতিবার (৩ মার্চ) সমস্ত টিউব লাইনে চাকরি, পেনশন এবং কর্মীদের জন্য কাজের পরিস্থিতি নিয়ে ধর্মঘটেরও পরিকল্পনা করা হয়েছে।

 

টিএফএল-এর ওয়েবসাইট অনুসারে, ধর্মগঘটের দিন সমস্ত টিউব লাইন জুড়ে মারাত্মক ব্যাঘাত ঘটেছে, পরদিনও  লাইন স্থগিত করা হয়েছে। শুক্রবারও এই ব্যাঘাত ঘটতে পারে।

 

টিএফএল বলে যে পেনশন বা শর্তাবলীর বিষয়ে কোনো প্রস্তাবনা উপস্থাপন করা না হওয়া সত্ত্বেও বিরোধটি আসে। আর ‘TfL যে প্রস্তাবগুলি নির্ধারণ করেছে তার কারণে কারো চাকরি যাবে না।

টিএফএল ওয়েবসাইট অনুসারে, শুধুমাত্র বেকারলু, ভিক্টোরিয়া, রেল এবং ট্রাম নেটওয়ার্কগুলিতে ভাল পরিষেবা পাচ্ছে, অন্য সবগুলি হয় আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত।

 

জাতীয় রেল পরিষেবা, লন্ডন ওভারগ্রাউন্ড, TfL রেল, DLR, লন্ডন ট্রামস, ন্যাশনাল রেল, এবং লন্ডন বাসসহ বিভিন্ন পরিবহনে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যস্ত হবে বলে আশা করা হচ্ছে।
ভ্রমণকারীদের হেঁটে যাওয়ার, সাইকেল চালানোর বা যেখানে সম্ভব ভাড়ার ই-স্কুটার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

 

২ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

ভারতীয়দের যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় আসার প্রবনতা কমছে

ঝুঁকিতে আছে ব্রিটেনের স্বাস্থ্যখাত, জিপি চায় “ব্ল্যাক এলার্ট” সিস্টেম

যুক্তরাজ্যে হোমঅফিসের কর্মী ছাটাই নিয়ে গোপন নথি ফাঁস