1.7 C
London
February 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে অনুমোদিত নতুন বাড়ির মাত্র ৩% প্রবেশযোগ্যঃ গবেষণায় প্রকাশ

যুক্তরাজ্যে বাড়ির সংকটে চলছে দীর্ঘদিন হতে যা নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে সরকার। বর্তমানে প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য উপযুক্ত বাড়ির মারাত্মক ঘাটতি রয়েছে, তাছাড়া হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য নকশা করা বাড়ি ১% এরও কম।

লন্ডনের নতুন প্রতিবন্ধীবান্ধব বাড়ি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পরিকল্পনা অনুমোদন পাওয়া নতুন বাড়ির মাত্র ৩% বৃদ্ধ বা প্রতিবন্ধী ব্যক্তিদের বসবাসের জন্য উপযুক্ত।

প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থা ইনক্লুশন লন্ডন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনুমোদিত নতুন বাড়ির ১% এরও কম হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য উপযুক্তভাবে নকশা করা হয়েছে।

এমন কম মানসম্মততার হার সত্ত্বেও লন্ডনের মেয়র সাদিক খান ঘোষণা করেছিলেন যে সব নতুন আবাসন নির্দিষ্ট মানদণ্ড পূরণ করবে।

ইনক্লুশন লন্ডন এর প্রতিবেদন, যা আগামী সপ্তাহে প্রকাশিত হবে, তাতে রাজধানীতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাসস্থান-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরা হয়েছে এবং অপ্রবেশযোগ্য বাড়িগুলির মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে।

ইনক্লুশন লন্ডনের প্রধান নির্বাহী ট্রেসি ল্যাজার্ড বলেন,
“লন্ডনে প্রবেশযোগ্যতা লক্ষ্য পূরণের হার এত কম থাকা সত্যিই লজ্জাজনক। এটি স্পষ্ট করে দেয় যে, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় বাড়ি নির্মাণের বিষয়টি কোনো স্তরেই অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয় না।”

তিনি বলেন, প্রবেশযোগ্য বাড়ির অভাবের প্রধান কারণ হলো দুর্বল তদারকি, পর্যাপ্ত সম্পদের অভাব এবং এমন একটি সিস্টেম যা ডেভেলপারদের মানের ক্ষেত্রে ছাড় দিতে সক্ষম করে।

“আমাদের গবেষণায় দেখা গেছে, লন্ডনের সব ধরনের আবাসন ব্যবস্থায়ই প্রবেশযোগ্য বাড়ির মারাত্মক অভাব রয়েছে, তবে এটি সামাজিক ভাড়া খাতে সবচেয়ে প্রকট।”

প্ল্যানিং লন্ডন ডেটাহাব এর তথ্য বিশ্লেষণ করে ইনক্লুশন লন্ডন দেখেছে, ২০২৩/২৪ অর্থবছরে অনুমোদন পাওয়া বাড়ির মাত্র ৩% এমন বিল্ডিং নিয়ম অনুসরণ করে যা বৃদ্ধ, চলাচলে অক্ষম ব্যক্তি এবং কিছু হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।

মাত্র ০.৮% নতুন বাড়ি হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য কঠোর মানদণ্ড পূরণ করে।

লন্ডনের মেয়রের এক মুখপাত্র বলেন,
“পরিকল্পনা আবেদন লন্ডন প্ল্যানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা নির্ধারণের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের। আমরা স্থানীয় কর্তৃপক্ষগুলোর সাথে কাজ চালিয়ে যাচ্ছি যাতে আরও বাড়ি সব লন্ডনবাসীর প্রয়োজন মেটাতে পারে।”

আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা শিগগিরই নতুন-নির্মিত বাড়ির প্রবেশযোগ্যতা সংক্রান্ত নীতিমালা প্রকাশ করবে।

ইনক্লুশন লন্ডন ফ্রিডম অফ ইনফরমেশন আইনের মাধ্যমে সব লন্ডন কাউন্সিলের কাছে তথ্য চেয়েছে, যা অবজারভার সমগ্র ইংল্যান্ডে সম্প্রসারণ করেছে। এতে দেখা গেছে, ইংল্যান্ডের প্রায় অর্ধেক কাউন্সিলের তথ্য অনুযায়ী, ৫৫,২৪৯ জন ব্যক্তি প্রতিবন্ধীবান্ধব সামাজিক ভাড়ার বাড়ির জন্য অপেক্ষায় আছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনে নির্বাচনে বড় ব্যবধানে হারবে ঋষি সুনাকের দল: জরিপ

ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

যুক্তরাজ্যে অ্যাসাইলাম প্রার্থীদের ‘লাইন’ ১০ বছরে বেড়েছে ৯ গুন!

অনলাইন ডেস্ক