লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার শেষে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে আওয়ামী লীগ নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ওপর একাধিক ডিম ছোড়া হয় এবং কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। এতে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িতে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ভেবেছিলেন এই গাড়িতে মাহফুজ আলম আছেন, তাই ডিম ছোড়েন। কিন্তু তিনি অন্য গাড়িতে এবং অন্য রাস্তা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।”
ঘটনার পর লন্ডনে অবস্থানরত আওয়ামী কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হয়। যদিও গুরুতর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি, তবে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৩ সেপ্টেম্বর ২০২৫