17.9 C
London
July 24, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে তীব্র গরমে কিং’স গার্ডকে পানি পান করিয়ে ‘হিটওয়েভ হিরো’ এক সেনা!

লন্ডন, ৩০ জুন ২০২৫, দুপুর ১২:৩০: লন্ডনে যখন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, তখন তীব্র তাপপ্রবাহের মাঝে হর্স গার্ডসে কর্তব্যরত কিং’স গার্ডের এক সদস্যকে পানি পান করিয়ে সত্যিকারের বীরত্বের পরিচয় দিয়েছেন এক সাহসী সৈনিক। এই গরমে সবাইকে ঠান্ডা ও সতেজ রাখতে এটি একটি অসাধারণ মানবিক পদক্ষেপ।

Heatwave Heroics: Quenching the King’s Guard in London’s Scorching 32°C!

তীব্র গরমে লন্ডনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে, দেশের ঐতিহ্য ও সম্মানের প্রতীক কিং’স গার্ডদের কঠোর পোশাক ও দায়িত্বের কারণে তাদের অবস্থা আরও কঠিন। এই অবস্থায় একজন সৈনিকের এমন সহানুভূতিশীল কাজ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তিনি নিশ্চিত করেছেন যে কর্তব্যরত সেনারাও এই অসহনীয় গরমে প্রয়োজনীয় হাইড্রেশন পাচ্ছেন।

এই ঘটনাটি তাপপ্রবাহের সময় মানুষের একে অপরের প্রতি সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

 

সূত্রঃ The Royals King’s Guard’s England
এম.কে
৩০ জুন ২০২৫

আরো পড়ুন

ডিউক অফ সাসেক্সের ক্ষতিপূরণ দাবীর মামলা যুক্তরাজ্যের হাইকোর্টে

ইউরোপীয় ইউনিয়নের ‘বাঁকা কলা’ আইন বাতিল করবে যুক্তরাজ্য

ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর—সহিংস ও যৌন অপরাধের হটস্পট উন্মোচিত

নিউজ ডেস্ক