5.9 C
London
December 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে দারুল হাদীস লাতিফিয়ার গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত: অর্ধশত আলিম ও হাফিজকে পাগড়ি ও সনদ প্রদান

লন্ডন, যুক্তরাজ্য: ১৬ নভেম্বর রবিবার লন্ডনের এক মনোরম পরিবেশে দারুল হাদীস লাতিফিয়া লন্ডন-এর উদ্যোগে আলিমী ও হিফয কোর্সের বর্ণাঢ্য গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে অর্ধশত (৫০ জন) শিক্ষার্থীকে আলিম (ইসলামী শিক্ষায় স্নাতক) ও হাফিজে কুরআন (কুরআন মুখস্থকারী)-এর সম্মানজনক পাগড়ি, সনদ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্রাজুয়েটদের হাতে সনদ তুলে দিতে এবং দরসে হাদীস ও নসিহত পেশ করার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী


 অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য

  • প্রধান অতিথি, হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী, তাঁর নসিহতমূলক বক্তব্যে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, “আলহামদুলিল্লাহ, আপনারা যে মহান নেয়ামত অর্জন করেছেন, তা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত। আজকের এই সম্মান আপনাদের জন্য শুধু গৌরব নয়, বরং একটি দায়িত্ব—উম্মতের সামনে সঠিক দিকনির্দেশনা প্রদানের দায়িত্ব।” তিনি ইলমকে আমলের মাধ্যমে জীবনে প্রকাশ করা এবং রাসূলে করীম (সাঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরার উপর জোর দেন।

  • বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি ও দারুল হাদীস লাতিফিয়ার ট্রাস্টি বোর্ড এর সেক্রেটারি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রহিমাহুল্লাহ)-এর ত্যাগ ও রুহানিয়াতকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নবীন আলিম ও হাফিজদের ইলমকে আমলে রূপান্তর করে খালিস নিয়তে কাজ করার আহ্বান জানান।

  • টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র, জনাব লুত্ফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে সার্টিফিকেট তুলে দেন। তিনি দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষা, মানবতা ও কমিউনিটির উন্নয়নে অনবদ্য অবদান এর কথা তুলে ধরে বলেন, “দারুল হাদিস শুধু আলিম ও হাফিজ তৈরিই করছে না — বরং নতুন প্রজন্মকে সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে।”

প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যাশা

  • মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তোমরা কুরআন ও দ্বীন শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের মাধ্যমে এই মাদরাসার নাম উজ্জ্বল হবে ইনশাআল্লাহ।” তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে ‘ছোট ছাহেব’-এর অসামান্য ভূমিকার কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

  • মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, “আজ আপনারা উলামা ও হাফিযদের সেই মহৎ ধারাবাহিকতায় যুক্ত হলেন—যারা আল্লাহর নূরের বাহক। আজ শেষ দিন নয়—আজ একটি বৃহত্তর যাত্রার সূচনা মাত্র।”

  • এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসার কো হেড টিচার হাফিজ মাওলানা আনহার আহমদহাফিজ মাওলানা মুফতি মারুফ আহমদ

এই গ্রাজুয়েশন সেরেমনি দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষাগত সাফল্য এবং কমিউনিটির প্রতি এর দৃঢ় অঙ্গীকারকে আরও একবার আলোকিত করল।

আরো পড়ুন

লন্ডনের যে এলাকাটিতে কমেছে বাড়ির দাম, ফ্ল্যাটের দামও সহনীয়

অনলাইন ডেস্ক

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুল পরীক্ষা বাতিল 

অনলাইন ডেস্ক

অশালীন হোয়াটসঅ্যাপ কমেন্টের কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইন বরখাস্ত