5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে পূণরায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন সাদিক খান

সাদিক খান লন্ডনের মেয়র হিসাবে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন। লেবার সূত্রগুলো দাবি করছে যে, প্রাথমিক ফলাফল দেখাচ্ছে সাদিক খান বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন।

লন্ডনের মেয়র নির্বাচনের প্রাথমিক ফলাফল কনজারভেটিভ এবং সুসান হল থেকে লেবার পার্টির দিকে ঝুঁকে যাওয়ার পরে সাদিক খানের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তিনি ওয়েস্ট সেন্ট্রাল নির্বাচনী এলাকায় জয় পেয়েছেন, যেখানে তিনি তার প্রতিপক্ষ হলের (৪৩,৪০৫) তুলনায় বেশি ভোট (৫৪,৪৮১) পান।

মারটন এবং ওয়ান্ডসওয়ার্থে, ৫ দশমিক ১ শতাংশ ভোটার কনজারভেটিভ থেকে লেবারের দিকে ঝুঁকেছিল, সেখানে সাদিক খান ৪৮.৩ শতাংশ ভোট এবং তার টোরি প্রতিদ্বন্দ্বী সুসান হল ২৮.৬ শতাংশ ভোট পেয়েছিলেন। গ্রিনউইচ এবং লুইশামে, ৪.৫ শতাংশ সুইং ছিল। সেখানে সাদিক খান ৪৬.৫ শতাংশ এবং হল ২৬.২ শতাংশ ভোট অর্জন করেছেন।

পাকিস্তানি বং‌শোদ্ভূত ইমিগ্রান্ট প‌রিবা‌রের সন্তান সা‌দিক খান। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা সা‌দিক লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার এবং মা দর্জির কাজ কর‌তেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এম.কে
০৪ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

পড়াশোনার নামে বিদেশি শিক্ষার্থীরা কাজ করতে আসে—দাবি ব্রিটিশ মন্ত্রীর

রাজকীয় দায়িত্বে ফিরলেন রানি

নিউজ ডেস্ক

২০২০ সালে ব্রিটেনের এক-চতুর্থাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল!