বাংলাদেশের মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ ডিসেম্বর, শনিবার পূর্বলন্ডনের রোজ উড গার্ডেন কনভেনশন হলে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে সমিতির আমন্ত্রণে উপস্থিত পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা মানপত্র ও ফুলের তোড়া প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগকে স্মরণ করে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে টাঙ্গাইল জেলা সমিতির তত্ত্বাবধানে নির্মিত প্রামাণ্যচিত্র “Tangail, In the Liberation War of 1971” প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, সংগঠন ও প্রতিরোধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়।

