4.3 C
London
December 29, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব ছেড়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। স্বৈরাচারি হাসিনার দালাল বলে খ্যাত পেশাদার এই কূটনীতিকের চাকরির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। এর মাধ্যমে লন্ডনে তার রাজত্বেরও ইতি ঘটতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো হাইকমিশনার সাইদা মুনার দায়িত্ব ছাড়ার তথ্য নিশ্চিত করেছে।

একটি কূটনৈতিক সূত্র জানায়, লন্ডন হাইকমিশনের অর্পিত দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা। দায়িত্বভার ছেড়ে দেওয়ার বিষয়টি সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছেন তিনি। সাইদা মুনা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার আগের সময় লন্ডনে কাটাবেন, এজন্য তিনি ছুটিও নিয়েছেন। নিয়ম অনুযায়ী হাইকমিশনার সাইদা মুনা অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে ডিসেম্বরে ঢাকায় এসে রিপোর্ট করবেন।

২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক আওয়ামী লীগের চাটুকার বলে খ্যাত সাইদা মুনা। এই চাকরির মেয়াদ চলতি বছরের ২৬ ডিসেম্বর শেষ হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার সরকারের বিদায়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে নির্দেশনা দেওয়া হয়। সাইদা মুনা বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ায় এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকার তাকে জলবায়ু অবদানের জন্য ২০২২ সালে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়েছিল।

এদিকে, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের জন্য এগ্রিমো চাওয়া হয়েছে।

এম.কে
২৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের উচ্চ ঝুঁকির কথা বলে সতর্কতা জারি

নিউজ ডেস্ক

ইউরোপ প্রবেশে ব্রিটিশদের খরচ হবে ৭ ইউরো

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যকে টিকা কর্মসূচি স্থগিতের আহ্বান ডব্লিউএইচও’র

নিউজ ডেস্ক