18.1 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ডাবল-ডেকার বাস এখন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিক্রির জন্য উঠেছে eBay-তে

লন্ডনের একটি লাল ডাবল-ডেকার বাসকে রূপান্তর করা হয়েছে চমকপ্রদ একটি দু’টি শয়নকক্ষবিশিষ্ট বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। ৫০ হাজার পাউন্ড মূল্য নির্ধারিত এই অভিনব বাসটি বর্তমানে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম eBay-তে।

‘বিশ্বের সবচেয়ে সুন্দর বাস রূপান্তর’ হিসেবে প্রশংসিত এই বাসে রয়েছে একটি মাস্টার বেডরুম, শিশুদের জন্য ব্যাংক বেডরুম, আধুনিক সুবিধাসম্পন্ন রান্নাঘর ও বাথরুম, দৃষ্টিনন্দন লাউঞ্জ স্পেস এবং বাসের ইঞ্জিন বক্সকে রূপান্তর করা হয়েছে ব্যবহারযোগ্য স্টোরেজ ইউনিটে।

বাসটির বর্তমান মালিক ড্যান অ্যাটকিন্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যতিক্রমী রূপান্তরের ভিডিও প্রকাশ করে ব্যাপক সাড়া ফেলেন। তিনি জানিয়েছেন, ১৯৯৮ সালের ডিজেলচালিত বাসটির বিক্রয় থেকে প্রাপ্ত সমস্ত অর্থ যাবে তার পরিচালিত দাতব্য সংস্থা Solutions4Living-এ, যা গৃহহীনদের সহায়তায় কাজ করে।

 

ইবে-তে তালিকাভুক্তির বিবরণ অনুযায়ী, বাসটির ইঞ্জিন অপসারণ করা হয়েছে, ফলে এটি স্থায়ীভাবে যেকোনো খালি জায়গায় বসানোর উপযোগী — যেমন কোনো হলিডে পার্ক, ব্যক্তিগত জমি বা গ্ল্যাম্পিং সাইটে।

এই অভিনব উদ্যোগ শুধু নকশা বা আরামদায়কতা নয়, বরং মানবিক লক্ষ্য পূরণেও একটি উদাহরণ হয়ে উঠেছে যুক্তরাজ্যে।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

ব্রেক্সিটের কালো ছায়া যুক্তরাজ্যের ড্যাফোডিল শিল্পে

অনলাইন ডেস্ক

প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত প্রিন্স উইলিয়াম ও হ্যারি

আসছে নতুন বছরের ব্যতিক্রম ধর্মী নতুন আইন