পূর্ব লন্ডনের একটি পার্কে বাবার সঙ্গে খেলতে গিয়ে একটি পোষা কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে চার বছরের বাংলাদেশি বংশোদ্ভুত এক শিশু। নাবিল ইসলাম নামের চার বছরের শিশুরটির পিতা নজরুল ইসলাম জানান, নিউহামের হারমেইড পার্কে তার দুই শিশুকে নিয়ে খেলতে যান গত ১১ সেপ্টেম্বর বিকালে। হঠাৎ করে একটি কুকুর এসে বাচ্চাটির পায়ে কামড়ে ধরে।
নজরুল তখন নিজের সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় নিউহাম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রয়েল লন্ডন হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার শিশুটির পায়ে অস্ত্রোপচার হয়েছে। এখনও শিশুটি হাসপাতালে।
নজরুল আরও জানান, কুকুর বেঁধে রাখার আইন থাকলেও বাঁধা ছিল না। গলায় কোনও বেল্টও ছিল না। কুকুরটির মালিক অনেকক্ষণ পরে ঘটনাস্থলে এসে উল্টো আমাকে কুকুর দিয়ে লেলিয়ে দেবার ভয় দেখায়। কুকুরটি বুল ডগ প্রজাতির যা ব্রিটেনে অবৈধ। এ ঘটনায় তিনি পুলিশে অভিযোগ দিলে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ গত চার দিনে আমার সঙ্গে যোগাযোগও করেনি।
এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৩