8.9 C
London
March 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের পিকাডিলি সার্কাসে আবারও রমজান উপলক্ষে বিশেষ আলোকসজ্জা

লন্ডনের মেয়র সাদিক খান তৃতীয়বারের মতো পবিত্র রমজান মাস উদযাপনে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করেছেন।

লন্ডন শহরের পিকাডিলি সার্কাস আবারও রমজান উপলক্ষে বিশেষ আলোকসজ্জায় আলোকিত হয়েছে।

রমজান উপলক্ষে আলোকসজ্জার এটি তৃতীয় বছর, যেখানে ওয়েস্ট এন্ডের রাস্তায় ইসলামী জ্যামিতিক নকশা ও প্রতীকসম্বলিত ৩০,০০০ এলইডি বাল্ব ঝুলিয়ে সাজানো হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা ও গুড মর্নিং ব্রিটেনের উপস্থাপক আদিল রায়, উপস্থাপক ইয়াসির রঞ্জা এবং আজিজ ফাউন্ডেশনের ট্রাস্টি রহিমা আজিজ।

২০২৩ সালে প্রথমবারের মতো পশ্চিম ইউরোপের কোনো শহর এতো বড় পরিসরে ইসলামিক উৎসব উদযাপন করেছিল। বিশ্বব্যাপী মুসলমানরা রমজান মাসে ৩০ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন, যা তাদের বিশ্বাসের প্রতিফলন ও উদযাপনের একটি মাধ্যম। সূর্যাস্তের পর তারা ইফতার করে উপবাস ভঙ্গ করেন।

এ বছরের আলোকসজ্জায় কিছু নতুন সংযোজন হয়েছে। যার মধ্যে লেস্টার স্কয়ারে ইন্টারঅ্যাকটিভ ইনস্টলেশন এবং একটি হালাল ইফতার ট্রেইল অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া হোটেল ইন্ডিগো’র এল,এস,কিউ রুফটপ এবং ফারজি লন্ডনের মতো স্থানীয় রেস্তোরাঁয় রমজানের বিশেষ মেনু রাখা হয়েছে।

সাদিক খান বলেন, “ আমার বাবা-মা আমাকে ওয়েস্ট এন্ডের ক্রিসমাস লাইট দেখতে নিয়ে যেতেন, তখন যদি কেউ আমাকে বলত যে আমার জীবদ্দশায় লন্ডনে রমজানের আলোকসজ্জা হবে, আমি তা বিশ্বাস করতাম না।”

রহিমা আজিজ বলেন, “প্রতিবার এটি আমাকে নতুনভাবে উচ্ছ্বসিত করে। আমার জন্য, এই আলো প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি ঐক্যের প্রতীক।”

আজিজের মতে, এই আলোকসজ্জা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উপভোগ্য। যেভাবে আমি ক্রিসমাস লাইট উপভোগ করি, তেমনি অন্যরাও এটি উপভোগ করুক। এটি উৎসবের সময়। এটি স্থানীয় ব্যবসায়িক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি শিক্ষামূলক দিকও রয়েছে। যদি কেউ রমজান সম্পর্কে না জানেন এবং জানতে চান, তাহলে এটি উপযুক্ত সময়।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি লণ্ঠন শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়, যেখানে ওয়েস্টমিনস্টারের লর্ড মেয়র রবার্ট রিগবি এবং মুসলিম যুবকদের জন্য তৈরি সৃজনশীল স্কুল ডাব্লিউ,এ,ডাব্লিউ ক্রিয়েটিভ আর্টস-এর শিশুরা অংশ নেয়।

রিগবি বলেন, “ওয়েস্টমিনস্টার একটি বৈচিত্র্যময় শহর এবং মুসলিম সম্প্রদায় এর গুরুত্বপূর্ণ অংশ। শুক্রবার থেকে রমজান শুরু হচ্ছে, তাই এই উদযাপনের অংশ হতে পারা আনন্দের।”

ডাব্লিউ,এ,ডাব্লিউ’র প্রতিষ্ঠাতা নুসাইবা মোহাম্মদ বলেন, “যখন আমি প্রথম এখানে আসি, তখন রমজানের উৎসবের উচ্ছ্বাস অনুভব করতাম না। কিন্তু এখন মুসলমানদের অন্তর্ভুক্ত করার জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এটি সত্যিই বিশেষ কিছু।

আমরা দেখছি, অমুসলিমরাও ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন – এটাই আসল উদ্দেশ্য। রমজান শুধু মুসলমানদের জন্য নয়। আমরা শুধু নিজেদের সম্প্রদায়ের সঙ্গেই এটি উদযাপন করি না। আমাদের মসজিদ ও বাড়ির দরজা সবার জন্য খোলা, যেখানে তারা ইফতার ভাগ করে নিতে পারেন বা ইসলামের ব্যাপারে জানতে পারেন।”

গত সপ্তাহে, যুক্তরাজ্যব্যাপী ইসলামোফোবিয়া ট্র্যাকিং সংস্থা টেল মামা জানিয়েছে ২০১১ সালে তাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে তারা মুসলিম বিদ্বেষমূলক হামলার সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড করেছে।

রমজানের আলোকসজ্জা ৩০ মার্চ পর্যন্ত থাকবে, তখন ‘Happy Ramadan’ লেখা পরিবর্তিত হয়ে ‘Happy Eid’ হয়ে যাবে এবং এটি ৬ এপ্রিল পর্যন্ত জ্বলবে।

সাদিক খান বলেন, “যখন অনেক অজ্ঞতা ও বিদ্বেষ রয়েছে, তখন আমরা বিশ্বকে দেখাচ্ছি যে আমরা শুধু ঘৃণার বিরুদ্ধে দাঁড়াই না, বরং আশার আলোও জ্বালাই।”

আজিজ যোগ করেন, “যেখানে ঘৃণা থাকবে, সেখানে সবসময় আলো ছড়িয়ে দেওয়ার লোকও থাকবে। যখন মুসলমানদের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রচারিত হয় বা তাদের প্রতি বিদ্বেষ দেখা যায়, তখন ইতিবাচকতা তৈরির জায়গাগুলো খুঁজে নিতে হয়। আমরা একটি বিশাল সম্প্রদায় এবং আমাদের প্রধান মূল্যবোধ হল দানশীলতা। এটি বোঝানোর সময় এসেছে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ মার্চ ২০২৫

আরো পড়ুন

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক

ইসরায়েলের বিপক্ষে পোস্ট করায় এনএইচএস ডাক্তারের আই,এল,আর ভিসা খারিজ

ব্রিটেনের বিমানবন্দরগুলোতে নতুন ব্যবস্থা