21.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনের প্রাক্তন পুলিশস্টেশনে মিলিয়ন পাউন্ডের গাঁজার খামার!

লন্ডনে পুলিশ একটি পুরানো পুলিশ স্টেশনে গাঁজার খামার আবিষ্কার হয়েছে। মঙ্গলবার স্ট্রেথাম হাই রোডের প্রাক্তন থানার বেজমেন্ট থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিস এসে দরজা ভাঙলে এটি আবিষ্কার হয়।

 

দমকলের ছয়টি ইঞ্জিন এবং প্রায় ৪০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছিল যে কেউ একটি বিদ্যুতের লাইনে `ট্যাপ ইন’ করার চেষ্টা করার কারণে আগুনের সূত্রপাত হয়।

 

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, কেও ‘বিদ্যুতের লাইনে আঘাত করেছে এবং সমস্ত ধরনের বাতি ছিঁড়ে ফেলেছে’। থানাটি ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর থেকে খালি পড়ে ছিল।

 

২৫ ডিসেম্বর ২০২২
সূত্র: এলবিসি

আরো পড়ুন

টেমস ভ্যালি পুলিশের প্রধান সাময়িক বরখাস্ত

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বয়স্কদের সেবায় বিশেষ অবদান রাখায় হাজেরা বিবি পুরস্কৃত

বিলেতে বাড়ি কেনাবেচাঃ ফ্যামিলি বুস্ট মর্গেজ

নিউজ ডেস্ক