5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

শতাধিক ইসরাইলি সামরিক কর্মকর্তারা পদত্যাগ, নেপথ্যে যা জানা যাচ্ছে

ইসরাইলি সেনাবাহিনী থেকে ২০২৪ সালে শতাধিক কর্মকর্তা পদত্যাগ করেছে বলে ২০ ডিসেম্বর জানিয়েছে একটি ইসরাইলি সংবাদমাধ্যম। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পদত্যাগের কারণ হিসেবে গাজা উপত্যকার চলমান যুদ্ধ এবং অর্থনৈতিক সঙ্কটের কথা বলা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল পদের ৫০০ কর্মকর্তা এ বছর তাদের চাকরি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ইসরাইল হায়ম নামের একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনটিতে ব্যাপক পরিমাণে পদত্যাগের ঘটনাটিকে আতঙ্কজনক বলে বর্ণনা করা হয়েছে। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সেনাসদস্য বাড়ানোর পরিকল্পনাকে ব্যাহত করছে।

টানা দ্বিতীয় বছর যুদ্ধের ধারাবাহিকতাকে এ পদত্যাগের কারণ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।

সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছে এমন একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় যে অসহনীয় চাপের মুখে কর্মকর্তারা পড়েছেন তা সহ্য করার মতো নয়।

তিনি আরো বলেন, আমার মনে হয়েছিল গত এক বছর একটা বুলডোজার আমার শরীরটাকে যেন পিষে ফেলছে।

ইসরাইলি সামরিক বাহিনী ২০২৫ সালে সেনাসদস্য নিয়ে আরো সমস্যায় পড়বে বলে প্রতিবেদনটি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি সর্তক করে দিয়ে বলেছে, সামরিক বাহিনীর জনবল সঙ্কটকে পুরো ইসরাইল রাষ্ট্রের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদি সামরিক বাহিনীর দক্ষ ও স্থায়ী সেনাসদস্যরা চলে যায়, তাহলে তাদের পরির্বতে সন্তোষজনক বিকল্প পাওয়া যাবে না। ফলে, কম অভিজ্ঞ সেনাসদস্য তাদের জায়গায় আসবে। পরর্বতী প্রজন্মকে এটি সম্ভাব্য ক্ষতির দিকে নিয়ে যেতে পারে।

সংবাদমাধ্যমটি আরো বলেছে, সেনাবাহিনীর সাফল্য তার ট্যাঙ্ক অথবা বিমানের ওপর নয়, বরং এদের চালকের ওপর নির্ভর করে।

সূত্রঃ মিডল ইস্ট মনিটর

এম.কে
২২ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

‘হাসি সুন্দর বলে’ কমলাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পুতিন

খাঁচায় যুদ্ধ করতে প্রস্তুত মেটা ও এক্স বস

যুক্তরাজ্যে আলবেনীয় অভিবাসীদের ঢল নেমেছে