যুক্তরাজ্যে শরণার্থীদের জন্য পরিবার পুনর্মিলন রুট আজ বিকাল ৩টা থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার হোম অফিস ইমিগ্রেশন রুলসে নতুন পরিবর্তন (HC 1298) প্রকাশ করে জানায়, জনসেবার ওপর অতিরিক্ত চাপ ও ন্যায্যতার অভাবের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমান নিয়মে শরণার্থীদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনতে আর্থিক সক্ষমতা বা আবাসনের প্রমাণ দিতে হয় না। ফলে অধিকাংশ নতুন আগত পরিবার স্থানীয় কর্তৃপক্ষের কাছে আশ্রয় ও সহায়তা চাইছে, যা জনসেবা ও আবাসন ব্যবস্থায় ‘অসহনীয় চাপ’ সৃষ্টি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাচারকারী চক্রগুলো শরণার্থী পরিবার পুনর্মিলনের সুযোগ ব্যবহার করে মানুষকে বিপজ্জনক পথে যুক্তরাজ্যে আসতে প্রলুব্ধ করছে। তাই ন্যায্য ও ভারসাম্যপূর্ণ নিয়ম প্রণয়নের জন্য অন্তত ২০২৬ সালের বসন্ত পর্যন্ত রুট স্থগিত থাকবে। এরপর নতুন নীতি কার্যকর হবে, যেখানে আর্থিক অবদান রাখা ও দীর্ঘ অপেক্ষার সময় যুক্ত করা হতে পারে।
স্থগিতকালীন সময়ে শরণার্থীরা পরিবারের সদস্যদের আনতে চাইলে Appendix FM অনুযায়ী আবেদন করতে হবে। এর আওতায় আর্থিক শর্ত, ইংরেজি ভাষার শর্ত এবং ফি প্রদানের নিয়ম মানতে হবে। যদিও আর্থিক অসুবিধার প্রমাণ দিলে ফি মওকুফের সুযোগ থাকবে।
আজ থেকে Appendix FM-এ নতুন সংশোধনী কার্যকর হয়েছে, যাতে সুরক্ষা-প্রাপ্ত ব্যক্তির সঙ্গী ও সন্তান আবেদন করতে পারে। তবে শর্ত হিসেবে দেখাতে হবে, শিশুর সম্পূর্ণ দায়িত্ব একজন অভিভাবকের ওপর রয়েছে। অন্যথায় গুরুতর পারিবারিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত দেওয়া হবে।
পার্লামেন্টে লিখিত বিবৃতিতে মাইগ্রেশন ও সিটিজেনশিপ বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা বলেছেন, “পরিবার একসঙ্গে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে জনসেবার ওপর বাড়তি চাপ ও আশ্রয় ব্যবস্থায় অসামঞ্জস্য এড়াতে সাময়িক স্থগিতাদেশ জরুরি হয়ে পড়েছে। সংস্কার শেষে সবার জন্য ন্যায্য নিয়ম তৈরি করা হবে।”
সূত্রঃ ই আই এন
এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫