9.6 C
London
January 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শারীরিক নয়, মানসিক প্রতিবন্ধকতাতেও ব্লু ব্যাজ দিচ্ছে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ পার্কিং সুবিধা ‘ব্লু ব্যাজ’ এখন শুধু দৃশ্যমান শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্রিটিশ সরকারের সর্বশেষ নির্দেশনায় লুক্কায়িত (Invisible) প্রতিবন্ধকতা ও বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরও নির্দিষ্ট শর্তে এই সুবিধার আওতায় আনা হয়েছে।

 

সরকারি গাইডলাইন অনুযায়ী, পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (PIP) বা ডিসএবিলিটি লিভিং অ্যালাওয়েন্স (DLA)-এর নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকা সুবিধাভোগী, দৃষ্টিহীন ব্যক্তি, যুদ্ধাহত সাবেক সেনাসদস্য এবং যারা ৫০ মিটারের বেশি হাঁটতে অক্ষম—তারা স্বয়ংক্রিয়ভাবে ব্লু ব্যাজ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

এছাড়া হৃদরোগ, ডিমেনশিয়া, ADHD, মৃগী, দীর্ঘমেয়াদি ক্লান্তি (Chronic Fatigue Syndrome), পারকিনসনস রোগ কিংবা তীব্র মানসিক উদ্বেগে আক্রান্ত ব্যক্তিরাও বিশেষ মেডিক্যাল ও কার্যকরী মূল্যায়নের মাধ্যমে ব্লু ব্যাজ পেতে পারেন। সরকারের মতে, এসব অবস্থায় আক্রান্ত অনেকেই দৈনন্দিন চলাচলে উল্লেখযোগ্য সমস্যার মুখে পড়েন, যা পার্কিং সুবিধার প্রয়োজনীয়তা তৈরি করে।

তিন বছরের কম বয়সী গুরুতর অসুস্থ শিশুর অভিভাবকরাও এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হতে পারেন, যদি শিশুর চিকিৎসা ও চলাচল সংক্রান্ত বিশেষ প্রয়োজন থাকে। এতে করে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে যেসব ব্যক্তির ট্রাফিক ঝুঁকি বোঝার সক্ষমতা সীমিত, তাদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় বিশেষ নিয়ম প্রযোজ্য। এসব আবেদনকারীকে অনলাইনের পরিবর্তে স্থানীয় কাউন্সিলের মাধ্যমে কাগজে আবেদন করতে হবে, যাতে ব্যক্তিগত পরিস্থিতি বিস্তারিতভাবে মূল্যায়ন করা যায়।

ব্লু ব্যাজধারীরা নির্ধারিত প্রতিবন্ধী পার্কিং স্পেস ব্যবহার করতে পারেন। পাশাপাশি তারা পার্কিং মিটার, পে-অ্যান্ড-ডিসপ্লে বেই এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ইয়েলো লাইনে গাড়ি পার্ক করার সুবিধাও পাবেন, যা দৈনন্দিন চলাচলে বড় ধরনের সহায়তা প্রদান করে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ঋষি সুনাকই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী

অভিযোগ ওঠার পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ সিদ্দিক

দাদার বিদায়ে রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি

অনলাইন ডেস্ক