7.6 C
London
December 26, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

শাহজালাল মাজারে হাফপ্যান্ট পরে আর নয়

সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার দরগাহ গেটের ভেতরে আর হাফপ্যান্ট পরে প্রবেশ করা যাবে না। মাজারের ভেতরে হাফপ্যান্ট পরে ঢোকায় নিষেধাজ্ঞা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।

মাজারের প্রবেশের মূল ফটক ও পেছনের প্রবেশমুখে কয়েকটি সাইনবোর্ডে টাঙানো হয়েছে সতর্কীকরণ নোটিশ।

দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ জানান, সারা বছরই শাহজালালের মাজার জিয়ারতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আসেন। বিদেশি পর্যটকরা প্রায় সময়ই হাফপ্যান্ট পরে মাজারে আসছেন। এতে মাজারের আদব ও পবিত্রতা নষ্ট হচ্ছে। তাই মাজার এলাকায় হাফপ্যান্ট পরে না ঢুকতে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।

সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনকাল ১৩০৩ সালে হযরত শাহজালালের হাতে বিজিত হয় সিলেট অঞ্চল। ১৩৪০ সালে হজরত শাহজালাল মৃত্যুবরণ করলে তাকে সিলেট শহরের দরগাহ এলাকায় সমাহিত করা হয়। বর্তমানে মাজার এলাকায় শত শত জালালি কবুতর, পুকুরভর্তি গজার মাছ ছাড়াও শাহজালালের ব্যবহৃত তলোয়ার রক্ষিত আছে।

হযরত শাহজালালের (রহ.) দরগায় প্রতি শুক্রবার লোকে লোকারণ্য হয়ে পড়ে। দরগাহের পশ্চিম প্রান্তে রয়েছে ছোট ঝরনা। একসময় এ ঝরনায় সোনালি কই মাছ, মাগুর মাছ দেখা যেত। মক্কার পবিত্র জমজম কূপের সঙ্গে এ ঝরনার সংযোগ বলেও জনশ্রুতি রয়েছে।

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

জেদ্দায় ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

এবছর ইউটিউবে সর্বোচ্চ উপার্জনকারী ৯ বছরের রায়ান

নিউজ ডেস্ক

ব্রিটেনে আঘাত হানতে শুরু করেছে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড় ইউনিস