3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শিক্ষার্থীদের ভিসা ইস্যু বেগবানে ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের স্কলারশিপের সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যু বেগবান করার অনুরোধ ক‌রে‌ছেন পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন।

বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র সচিবের সাক্ষাতে আসেন। এ সময় এ অনু‌রোধ ক‌রেন পররাষ্ট্র স‌চিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র স‌চি‌বের অনু‌রো‌ধের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। একইস‌ঙ্গে হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্ব ও পারস্পরিক স্বার্থ, বিশেষ করে ব্যবসা ও বাণিজ্য, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও শ্রমের গতিশীলতা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা স্বীকার করেন।

তি‌নি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশ জনগোষ্ঠী, কমনওয়েলথ ঐতিহ্য ও অভিন্ন মূল্যবোধের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে সম্পর্ক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে গণতান্ত্রিক রূপান্তর ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের প্রতি ইউকে’র অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

এম.কে
০৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

মৌলভীবাজার রাজনগরে যুবলীগ নেতার জানালাবিহীন ৭ আয়নাঘর

পদত্যাগ নিয়ে স্ববিরোধী বক্তব্য, রাষ্ট্রপতির শপথ ভঙ্গঃ আইন উপদেষ্টা

বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার