3.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)শীর্ষ খবরসিলেট

শিলাবৃষ্টিজনিত কারণে গৃহহীন মানুষের জন্য ফান্ড রাইজিং

সিলেট নগরী ও শহরতলীর আশপাশের টিনের তৈরি ঘরের ব্যাপক ক্ষতি করেছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির তান্ডবের প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট সদর উপজেলায় প্রায় ৬০/৭০ ভাগ টিনের তৈরি বাড়ি ঘরের ব্যপক ক্ষতিক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের সব কয়টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের আনজুমানে আল ইসলাহ, সিলেটে সংগঠিত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা দেওয়ার জন্য জরুরি তহবিল সংগ্রহের আবেদন করেছে।

২০২৪ সালের ২৮ রমজান রবিবার সন্ধ্যা ৬ টা হতে ভোর ১ টা পর্যন্ত টিভিথ্রি বাংলা ও আল ইসলাহর ফেসবুক পেজ হতে  ইমার্জ্যান্সি আপিলের অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

ডোনেশন লাইন 0208 983 3663
স্টুডিও লাইন     0203 398 6200

যারা নিজেদের যাকাতের অর্থ বা অন্য যেকোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাদেরকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আনজুমানে আল ইসলাহ ইউকে। আনজুমানে আল ইসলাহ ইউকে চ্যারিটি রেজিষ্ট্রেশন নং ৩২৬৭৪১

আনজুমানে আল ইসলাহ’র উদাত্ত ডাকে সাড়া দিতে সকলকে আহ্বান জানিয়েছে এবং বিভিন্নভাবে সাহায্য করার পথ বাতলে দিয়েছে,

১ বান্ডিল টিন £৬০ পাউন্ড
২ বান্ডিল টিন £১২০ পাউন্ড
৫ বান্ডিল টিন £৩০০ পাউন্ড
একটি টিন-শেড ঘর পুনরায় তৈরি করতে £৭০০ পাউন্ড

ব্যাংকের বিবরণ: এইচএসবিসি ব্যাংক
অ্যাকাউন্ট নং : ৫১৪১১৫১৯
সর্ট কোড        : ৪০-৪২-১১

এম.কে
০৫ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

কেট মিডলটনের ছবি বিতর্ক, নীরবতা ভাঙল রাজপরিবার

অর্থনৈতিক মন্দায় বন্ধ হচ্ছে আর্গোস (Argos)

Training & Life skill | 12 January 2021

অনলাইন ডেস্ক