18.1 C
London
September 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

শুধু ভারতীয় শিক্ষার্থীদের বড় সুখবর দিলো ইতালি

পড়াশোনা শেষে বিদেশি শিক্ষার্থীদের অতিরিক্ত ১২ মাস থাকার অনুমতি দিতে সম্মত হয়েছে ইতালি, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় এটি ইতালির অন্যতম বড় পদক্ষেপ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত ২৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ইতালির মধ্যে অভিবাসন এবং মোবিলিটি চুক্তির বিষয় ‘এক্স-পোস্ট ফ্যাক্টো’ অনুমোদন দিয়েছে।

দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো (পিবিআই) জানিয়েছে, এই চুক্তির লক্ষ্য হলো ভারত ও ইতালির মধ্যে আগের তুলনায় যোগাযোগ বাড়ানো। পাশাপাশি এর মাধ্যমে ইতালিতে ডিগ্রি গ্রহণে ভারতীয় শিক্ষার্থীদের চাহিদাও বৃদ্ধি পাবে। এছাড়াও এই উদ্যোগ ইতালিতে অবৈধ অভিবাসন কমাতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, এই নতুন নীতিটি ভারতীয় শিক্ষার্থী এবং কর্মজীবীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এ বিশেষ সুবিধা তাদের অদূর ভবিষ্যতে উপকারে আসবে। এদিকে, এ বিশেষ সুবিধার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি সরকারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
০৩ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা বন্ধ করছে ইসরাইল

শক্তিশালী হয়েছে নেদারল্যান্ডসের পাসপোর্ট, ১৯১ দেশে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা

আত্মসমর্পণের পরেও গুলি করে মারা হয় ইউক্রেনীয় সেনাদের