TV3 BANGLA
স্পোর্টস

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ মালিককে গ্রেফতার

বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্যাম্বুল্লা থান্ডার্সের মালিক তামিম রহমানকে দুর্নীতির সন্দেহে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কান পুলিশ। খেলোয়াড় নিলাম সংগঠিত হবার একদিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটল।

ক্রীড়া মন্ত্রনালয়ের বিশেষ তদন্ত ইউনিট দুবাইয়ের একটি ফ্লাইটে উঠার আগে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর হতে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছে, আদালতের আদেশে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে তাকে আটক করা হয়। ব্রিটিশ নাগরিক রহমানকে ৩১ মে পর্যন্ত রিমান্ডে পাঠানো হয়েছে।

শ্রীলঙ্কা ক্রীড়া আইনের আওতায় ম্যাচ ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে জরিমানা এবং ১০ বছরের পর্যন্ত সাজা দেয়া হয়ে থাকে।

সম্প্রতি, শ্রীলঙ্কার একটি আদালত ভারতীয় নাগরিক যোনি প্যাটেল এবং আকাশকে তাদের পাসপোর্ট সমর্পণ করার নির্দেশ দিয়েছে। উভয়কেই ম্যাচ ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য যে পাঁচটি দল নিয়ে এলপিএল টুর্নামেন্টটি ১ জুলাই শুরু হবে এবং ফাইনাল ২১ জুলাই সম্পন্ন হবে বলে জানা যায়।

সূত্রঃ এএফপি

এম.কে
২৩ মে ২০২৪

আরো পড়ুন

টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে ভারতকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ

কলকাতার ইডেনে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় আটক চার

২০২০ সালের সবচেয়ে ব্যয়বহুল শহর প্যারিস

অনলাইন ডেস্ক