4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সকল গ্যাজেটে একই ধরনের চার্জার নিয়ে আলোচনা

সমস্ত মোবাইল ফোন এবং ট্যাবলেটগুলির জন্য একই ধরনের চার্জার পরিবেশ এবং গ্রাহকদের জন্য উপকারী বলে মতামত জানিয়েছেন ইলেকট্রনিক ডিভাইস বিশেষজ্ঞরা।

ইউএসবি টাইপ-সি পোর্টটি বর্তমানে পোর্টেবল ডিভাইসগুলির জন্য ব্যবহার করা হচ্ছে বলে তথ্যমতে জানা যায়। যা উচ্চমানের চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা সম্ভব।

ক্রেতারা চার্জিং ডিভাইস সহ বা ছাড়া কোনো নতুন ডিভাইস কিনবেন কিনা তা নির্ধারণ করতে সক্ষম হবেন
ইইউ সংসদের অনুমোদনের পরে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম। খবরে আরো জানা যায় ইইউ গ্রাহকরা শীঘ্রই তাদের বৈদ্যুতিন ডিভাইসের জন্য একক চার্জিং ব্যবস্থা ব্যবহারে সক্ষম হবার সম্ভাবনা রয়েছে।

যার ফলে ২০২৪ সালের শেষের দিকে, ইইউ হতে বিক্রি হওয়া সমস্ত মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরাগুলি একই ধরনের ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দ্বারা সজ্জিত করবে প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

উল্লেখ্য যে, নতুন নিয়মের অধীনে গ্রাহকরা প্রতিবার যখন নতুন ডিভাইস কিনবেন তখন তাদের আর আলাদা চার্জারের প্রয়োজন হবে না। কারণ সকল পোর্টেবল বৈদ্যুতিক ডিভাইসের জন্য একক চার্জার ব্যবহার করতে সক্ষম হবেন গ্রাহকেরা।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, প্রতি কর্মদিবসে থাকছে ২৪০০ ইয়েন

নিউজ ডেস্ক

প্লাস্টিক বর্জ্য দিয়ে পরিবেশবান্ধব ‘নীল রাস্তা’

১৫ বছর পর দেশে ফিরছেন থাকসিন সিনাওয়াত্রা