TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেওয়া হবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। চিকিৎসকদের সর্বশেষ পরামর্শ ও তার শারীরিক অবস্থা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

 

তিনি জানান, কাতার সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। সকালে এ তথ্য বিএনপিকে জানানো হয়। নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাইরে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ান খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। বিমানে চিকিৎসার সবধরনের জরুরি প্রস্তুতিও নিশ্চিত করা হয়েছে। তিনি আল্লাহর রহমতে খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরার আশা প্রকাশ করেন।

এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল টিম গঠিত হয়েছে। প্রতিদিন খালেদা জিয়ার একাধিক মূল্যায়ন করা হচ্ছে এবং তার পুরো চিকিৎসা কার্যক্রম চলছে বোর্ডের অধীনে।

বিএনপি সূত্র বলছে, ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতা কিছুটা কমলেও হৃদ্‌যন্ত্রের জটিলতা এখনো বিদ্যমান। অন্য সমস্যাগুলোও প্রায় অপরিবর্তিত রয়েছে। ফলে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

গতকাল রাতে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যুক্ত হন। এর আগে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেলে ঢাকায় পৌঁছে সরাসরি খালেদা জিয়াকে দেখেন এবং তার সাম্প্রতিক সব রিপোর্ট পর্যালোচনা করেন। লন্ডনে নেওয়ার বিষয়ে তাদের মতামতও বিবেচনায় রাখা হয়েছে।

গত জানুয়ারিতে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং কয়েক মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এবারও চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী লন্ডনই তার জন্য সবচেয়ে উপযোগী গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রবিবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। টানা ১২ দিন ধরে তিনি হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূত্রঃ প্রথম আলো

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের কিছু অংশে ভূমিকম্প

রুয়ান্ডা প্রকল্পের নামে ১৩৪ মিলিয়ন ফান্ড ধ্বংস করেছে কনজার্ভেটিভ সরকারঃ রিপোর্ট

রানির শেষকৃত্যানুষ্ঠানের লাইভ আপডেট

অনলাইন ডেস্ক