5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সহসাই খুলছে না ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো

ইংল্যান্ডের শিক্ষা অধিদফতর ঘোষণা করেছে, সরকারের রোডম্যাপের পরবর্তী ধাপে দেশের বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা হবে। অর্থাৎ ১৭ মে এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

 

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড়দিনের পর থেকে বাড়িতে অনলাইনে ক্লাস করছে। সরকার বলেছে, কমপক্ষে ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে ফিরতে পারবেন না তারা।

 

বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গ্রাহাম গ্যালব্রাইথ সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের অধিকাংশ স্থান খোলা রেখে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা অযৌক্তিক এবং অর্থহীন।

 

উল্লেখ্য যে, সোমবার (১২ এপ্রিল) থেকে ইংল্যান্ডে পাব, রেস্তোরাঁ, দোকান, হেয়ারড্রেসার, বিউটি সেলুন, জিম, স্পা, চিড়িয়াখানা, থিম পার্ক এবং গ্রন্থাগারগুলো আবার খু্লে দেওয়া হয়েছে।

 

 

সূত্র: স্কাই নিউজ
১৪ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

এনএইচএস’কে সহায়তায় পরিবারগুলোকে ভূমিকা পালন করতে হবে: স্বাস্থ্য সচিব

অনলাইন ডেস্ক

নিলামে উঠছে পূর্ব লন্ডনের সবচেয়ে ছোট ফ্ল্যাট

বিদায় বরিস, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস