5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় বেলারুশের ওপর নিষেধাজ্ঞা ইইউর

ভিন্নমতালম্বী এক সাংবাদিককে আটক করতে ফ্লাইটের পথ পরিবর্তন করে মিনস্কে নিয়ে যাওয়ায় বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশে নিষিদ্ধ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে এক বৈঠকে ২৭ দেশের জোটটি ইইউ এয়ারলাইন্সগুলোকে বেলারুশের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৫ মে) বিবিসির খবরে বলা হয়েছে, গত রোববার বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচের গ্রেপ্তারের জের ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ।

 

সরকারের সমালোচক এই সাংবাদিককে গ্রেপ্তারের জন্য গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইট ঘুরিয়ে নেয় বেলারুশ কর্তৃপক্ষ। বোমা থাকার কথা বলে ফ্লাইটটি ঘুরিয়ে নেয় বেলারুশ কর্তৃপক্ষ। এরপর বেলারুশের নেক্সটা মিডিয়া নেটওয়ার্ক জানায়, ওই ফ্লাইটে তাদের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচ ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, বোমা-আতঙ্কে বিমানটি বেলারুশের রাজধানী মিনস্কে ঘুরিয়ে নেওয়া হয়। যদিও ওই ফ্লাইটে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

বেলারুশের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ইইউ। ২৭ দেশের এই জোটের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের কোনো এয়ারলাইনসও বেলারুশের আকাশসীমা ব্যবহার করবে না। এ ছাড়া অধিকতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইইউ।

 

এদিকে সাংবাদিক রোমান প্রোতাসেভিচের গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বেলারুশের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ তুলে শাস্তি দাবি করেছে তারা। ইউরোপজুড়ে রাজনৈতিক নেতারা এরই মধ্যে এ ঘটনায় ইইউ ও ন্যাটোর হস্তক্ষেপ চেয়েছে।

 

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বেলারুশ সরকারকে সতর্ক করে বলেছেন, ‘নজিরবিহীন’ এই পদক্ষেপের ‘গুরুতর পরিণতি’ হবে।

 

১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করে আসা ৬৬ বছর বয়সী আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত বছর আগস্টের ওই নির্বাচনের পর থেকে ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছেন। অনেক বিরোধী নেতা গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন।

 

ওই নির্বাচন এবং তার পরবর্তী সময়ে বেলারুশের বিরোধীদের পক্ষে বড় ভূমিকা রেখেছিল নেক্সটা মিডিয়া। টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি টুইটার ও ইউটিউবে তাদের খবর প্রকাশিত হয়।

 

২৫ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

গ্রিসে ‘অনুপ্রবেশের দায়ে’ শরণার্থীর ৫২ বছরের জেল

অপ্রাপ্তবয়স্ক শিশু অভিবাসীদের জন্য অভিভাবক খুঁজছে ইটালি

ব্রিটেনের অবৈধ অভিবাসীদের ভ্যাকসিন দেওয়া হবে

নিউজ ডেস্ক