5.2 C
London
November 16, 2024
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

সাকিবের ১৪ বছরের রেকর্ড ভাঙ্গলেন মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের ১৪ বছরের পুরনো রেকর্ড। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন সাকিব যা আজ ভেঙ্গে দিলেন মুশফিক। সাকিব আল হাসান ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন। মুশফিকের মতো ওয়ানডেতে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ, ইংল্যান্ডের জস বাটলারের মতো তারকারা।
এদিকে ১০০ রানের ইনিংস খেলার পথে মুশফিক ছাড়িয়ে যান ইংলিশ তারকা কেভিন পিটারসেনকে। পিটারসেন ৩৪২ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার ৭৯৭ রান করেন। মুশফিক ৪৭৭ ইনিংসে ব্যাটিং করে ১৩ হাজার ৮৬৬ রান করেন।
অন্য দিকে, এক দিনের ক্রিকেটে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রান তুলল বাংলাদেশ। মুশফিকের ঝড়ো ইনিংসের সুবাদে আগের ম্যাচে বাংলাদেশের গড়া রেকর্ড ভেঙ্গে ৬ উইকেট ৩৪৯ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান।

আরো পড়ুন

এখন থেকে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

কমপ্লিট শাটডাউনে আগামীকাল সম্পূর্ণ বাংলাদেশ বন্ধ