-1.3 C
London
January 11, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সালমান-আনিসুলকে বাঁচাতে গিয়ে পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দু’টি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।

তবে আদালতে ঐ প্রতিবেদন জমা দেয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে এরইমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন, তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন।

উল্লেখ্য ২০২৩ সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর ও পরকীয়ার ঘটনায় আলোচনায় এসেছিলেন রাষ্ট্রপতির এপিএসের স্ত্রী এডিসি সানজিদা আফরিন।

এম.কে
৩০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে থাইল্যান্ডে, কমছে ভারতে

বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

সিলেটের শাবিপ্রবি’র প্রধান ফটকে বিক্ষোভকারীরা