18 C
London
September 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে ককটেল ফাটায় দুষ্কৃতকারীরা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে আটক করে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আটক ফুরশাইল গ্রামের মো. আলমের ছেলে রিফাত (২১) জানান, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছেন। এ সময় সঙ্গে ছিলেন ফুরশাইল গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে সমিত ব্যাপারী (১৯) ও কাজীরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন (২০)।

সিরাজদিখান থানায় পুলিশ না থাকায় রাতেই সেনাবাহিনীর সঙ্গে ইউপি সদস্যরা যোগাযোগ করে বিষয়টি জানান। আজ শনিবার বেলা ১১টার দিকে মালখানগর ইউনিয়ন পরিষদে সেনা সদস্যরা আসেন। কিন্তু আটককৃতরা রাতেই জিম্মাদারদের কাছ থেকে পালিয়ে যান।

মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপির বদনাম করতে আওয়ামী লীগ নানা ভাবে পাঁয়তারা করছে। আমরা মন্দির পাহারা দিই, আর তারা গভীর রাতে ঘটনা ঘটাতে চেষ্টা করে।

মালখানগর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিল, দুষ্কৃতকারীরা পালিয়েছে। আমরা সজাগ আছি, যাতে করে আর কোনো দুষ্কৃতকারী সন্ত্রাস নাশকতা করতে না পারে।

এ বিষয়ে মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।

সূত্রঃ আজকের কাগজ

এম.কে
১০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

পদত্যাগ করে‌ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

রমজানে স্কুল বন্ধঃ হাইকোর্ট

ব্রিটে‌নে বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ সাইবার সন্ত্রাসীর প্যারোল প্রত্যাখ্যান