7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

সিরিয়ার উপকূলে নৌকাডুবি: ৭৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সিরিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা মিনিয়েহ থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। অন্তত ১২০ থেকে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন নৌকাটিতে। লেবানন থেকে সিরিয়া পৌঁছে সেখান থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।

 

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ৭৭ জন মারা গেছেন। ২০ জন চিকিৎসাধীন রয়েছে।  যার মধ্যে আট জনের অবস্থা গুরুতর।

 

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি সিরিয়ার দক্ষিণে অবস্থিতি টারতুস বন্দরের কাছে ডুবে যায়।

 

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা স্লাইমান খলিল বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় উদ্ধার অভিযান চালাচ্ছি।

 

২৪ সেপ্টেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

অনলাইন ডেস্ক

সিলেটে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী: বাসদ

যুক্তরাজ্যে বেকারত্বের হার ৪.২ শতাংশ