TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সু চি’কে অবশ্যই মুক্তি দিতে হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের আটক নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে কড়া বার্তা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেছেন, সু চিকে অবশ্যই মুক্তি দিতে হবে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) এক বক্তৃতায় রাব মিয়ানমার সামরিক বাহিনীকে সরে যাওয়ার আহ্বান করেন বলে জানিয়েছে বিবিসি। সেইসঙ্গে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে বলেছেন।

 

মিয়ানমারে বিক্ষোভে বিক্ষোভকারীর মৃত্যুর পর ব্রিটিশ এই মন্ত্রী এমন বার্তা দিলেন।

 

মৃত্যুর ঘটনা উল্লেখ করে টুইটারে রাব বলেন, আমারা বিশ্ব মিত্রদের সঙ্গে আলোচলা করে ভবিষ্যতে মিয়ানমারের অভ্যুত্থানকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবো।

 

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাবাহিনী। আটক করে দেশটির রাষ্ট্রপতি এবন নেত্রী সু চিসহ শতাধিক নেতাদের। এরপর থেকে দেশটির রাস্তায় বিক্ষোভে নামে হাজার হাজার বিক্ষোভকারী।

 

২২ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

মার্সিসাইড পুলিশ সদস্যের বিকৃতকর্মে আতঙ্কিত পুলিশবাহিনী

অনলাইন ডেস্ক

ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে একজনের মৃত্যু

যুক্তরাজ্যসহ বিশ্বের কয়েকটি দেশে রোজার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক