18.1 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্টর্ম ইওইন সর্বশেষঃ ঝোড়ো বাতাসে ব্রিটেনে একজনের মৃত্যু

আয়ারল্যান্ডে স্টর্ম ইওইনের ঝড়ো বাতাসের কারণে গাছ পড়ে গাড়িতে চাপা পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুক্রবার সকাল ৫:৩০ মিনিটে আয়ারল্যান্ডের ডোনেগালের রাফোর ফেডিগ্লাস এলাকায় ঘটেছে।

যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে বিপুলসংখ্যক মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল কারণ হারিকেন-শক্তি সম্পন্ন ঝোড়ো বাতাস মানুষের জীবনের জন্য ঝুঁকির সম্ভাবনা ছিল।

রেল সেবা, ফ্লাইট ও ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছিল। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে শুক্রবার বিরল রেড এলার্ট আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছিল, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত পৌঁছায়।

এভিয়েশন বিশ্লেষক কোম্পানি সিরিয়াম জানিয়েছে, দুই দেশের বিমানবন্দরে প্রায় ১,০৭০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ১,৫০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উত্তর আয়ারল্যান্ডে স্টর্ম ইওইনের প্রভাবে ১,৮০০টির বেশি ভারী বস্তু রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে ইনফ্রাস্ট্রাকচার বিভাগ জানিয়েছে।

একজন মুখপাত্র বলেছেন, “স্টাফরা ঘটনার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত আছেন”।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

অবশেষে এমপি পদ হতেও বরিস জনসনের পদত্যাগ

কনজারভেটিভ দলের ইশতেহারে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেয়ার ঘোষণা

ব্রিটেনে ভুয়া ওয়েবসাইট হতে ওজন কমানোর ওষুধ কিনতে সতর্ক করেছেন চিকিৎসকেরা