9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্টারমার লেবার সম্মেলনেঃ ব্রিটেনের ভবিষ্যত নিয়ে মূল ভাষণ

লিভারপুলে লেবারের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার মূল ভাষণ দিয়েছেন। তিনি বক্তৃতায় ব্রিটেনের বর্তমান চ্যালেঞ্জ ও পুনর্জীবন বনাম পতনের মধ্যে একটি স্পষ্ট পথনির্দেশের প্রতিশ্রুতি দিয়েছেন। ভাষণে স্টারমার জাতীয় নীতি, সমাজকল্যাণ এবং অভিবাসন বিষয়ক পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন।

স্বাস্থ্যের সচিব ওয়েস স্ট্রিটিং তার ভাষণে প্রাক্তন ডেপুটি প্রাইম মন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারকে সম্মান জানিয়েছেন। তিনি পোস্ট-ট্রুথ রাজনীতির বিরুদ্ধে সতর্ক করে জানিয়েছেন, ফারাজের বিভ্রান্তিকর নীতি ও ভুল তথ্য জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

নর্দার্ন আয়ারল্যান্ডের সচিব হিলারি বেন রিফর্ম ইউকের নাইজেল ফারাজকে লক্ষ্য করে বলেছেন যে তিনি গুড ফ্রাইডে চুক্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। বেন বলেন, “এটি দায়িত্বহীন ও বিপজ্জনক,” এবং বিভাজন সৃষ্টি ও বিদ্বেষ উসকানির বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

ফলস্বরূপ, স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি অভিবাসন, জাতীয় স্বাস্থ্যসেবা সংস্কার, কেয়ার কর্মীদের সমর্থন এবং সমন্বিত সামাজিক নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রীর সহকর্মীরা এই সম্মেলনকে ব্রিটেনের ভবিষ্যৎ রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে চিহ্নিত করেছেন।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভঃ ১২ জন গ্রেপ্তার

যুক্তরাজ্যে ওজন কমানোর ইনজেকশন এনএইচএস-এ সহজলভ্য করতে চায় লেবার সরকার

রানির সম্মতি ছাড়াই কন্যার নাম রেখেছেন হ্যারি-মেগান!

অনলাইন ডেস্ক