TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হামের প্রাদুর্ভাবের ভয়ে আছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা হুঁশিয়ারি করেছে লন্ডনে হামের প্রাদুর্ভাব হবার যথেষ্ট ঝুঁকি রয়েছে। যার ফলে কয়েক হাজার শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, এমএমআর টিকা দেওয়ার হার বাড়াতে হবে তা নাহলে ৪০০০০ হতে ১ লাখ ৬০০০০ পর্যন্ত লোক খুব দ্রুত রোগাক্রান্ত হতে পারেন। ইউকেএইচএসএর নতুন বিশ্লেষণ অনুযায়ী বিশেষজ্ঞরা জানান, হামের প্রাদুর্ভাবে যুক্তরাজ্যে কয়েক হাজার মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।

ইউকেএইচএসএর পরামর্শক এপিডেমিলোজিস্ট ডাঃ ভেনেসা সালিবা বলেছেন, “ হাম একটি গুরুতর সংক্রমণ ব্যাধি। যা বিশেষত ছোট বাচ্চাদের জন্য জটিল আকার ধারন করতে পারে। লন্ডনে হামের বড় প্রাদুর্ভাব হবার সত্যিকারের ঝুঁকি রয়েছে। ”

ইউকেএইচএসএ জানিয়েছে, হামের প্রাদুর্ভাব মারাত্মক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে, প্রাদুর্ভাব শুরু হলে যুক্তরাজ্যের আনুমানিক ২০-৪০% শিশু হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে হামের কারণে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুমান করে হামের কারণে মানসিক অক্ষমতা এবং বধিরতা সহ গুরুতর জটিলতায় ভুগতে পারে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানায়,
” হাম সংক্রামিত হলে প্রতি এক হাজারের মধ্যে প্রায় দু’জন সংক্রামিত লোক মারা যাবে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য হাম খুবই ঝুঁকিপূর্ণ, তবে প্রাপ্তবয়স্করাও হামের কারণে অসুস্থ হতে পারেন।”

লন্ডনের এনএইচএসের প্রধান নার্স জেন ক্লিগ বলেছেন, “ হাম সহজেই সংক্রমণ করতে পারে তবে এটি প্রতিরোধযোগ্য। এ কারণেই আমরা লন্ডনবাসীদের ভ্যাকসিন গ্রহণের জন্য উৎসাহিত করে থাকি।”

 

এম.কে
১৪ জুলাই ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে ব্যাপক সংঘর্ষ গ্রেফতার ৯০

Training & Life skill | 12 January 2021

অনলাইন ডেস্ক

অভিবাসীর মামলায় যুক্তরাজ্যের হোম অফিসের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট