11 C
London
March 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হোম অফিস ই-ভিসার ‘গ্রেস পিরিয়ড’ ১ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছে

হোম অফিস গতকাল ঘোষণা করেছে ই-ভিসা সিস্টেমে স্থানান্তরিত হওয়া ব্যক্তিদের জন্য নির্ধারিত ‘গ্রেস পিরিয়ড’ বাড়ানো হয়েছে। পূর্বে এই সময়সীমা ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিল, তবে এখন এটি ১ জুন ২০২৫ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

এই সময়সীমার বর্ধিতকরণ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (BRP) বা ইউরোপীয় ইউনিয়নের সেটেলমেন্ট স্কিমের (EUSS) অধীনে থাকা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (BRC) ধারকদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের কার্ড ৩১ ডিসেম্বর ২০২৪ বা তার পরে মেয়াদোত্তীর্ণ হবে। যদি তাদের অভিবাসন মর্যাদা এখনও বৈধ থাকে, তাহলে তারা ১ জুন ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণের জন্য তাদের মেয়াদোত্তীর্ণ নথি ব্যবহার করতে পারবেন।

তবে, হোম অফিস স্পষ্টভাবে জানিয়েছে যে ১ জুন ২০২৫ হবে ই-ভিসার জন্য নতুন চূড়ান্ত সময়সীমা, এবং গ্রেস পিরিয়ড আর বাড়ানো হবে না। হোম অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “২ জুন ২০২৫ থেকে, মেয়াদোত্তীর্ণ BRP এবং EUSS BRC আর যুক্তরাজ্যে ভ্রমণের জন্য বৈধ অভিবাসন প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না।”

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে সরকার ঘোষণা করেছিল যে ই-ভিসার পূর্ণ বাস্তবায়ন ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর করার পরিকল্পনা বাতিল করা হয়েছে। কারণ এটি উইন্ডরাশ কেলেঙ্কারির মতো আরেকটি জটিলতা সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ ছিল।

গতকাল, হোম অফিস জানিয়েছে যে ইতিমধ্যে ৪ মিলিয়নেরও বেশি মানুষ সফলভাবে ই-ভিসায় স্থানান্তরিত হয়েছেন, তবে এখনও প্রায় ৬ লাখ মানুষ তাদের ফিজিক্যাল নথি থেকে ই-ভিসায় পরিবর্তন করেননি।

মাইগ্রেশন ও সিটিজেনশিপ বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রা বলেছেন, সংখ্যাগুলো দেখাচ্ছে যে অধিকাংশ মানুষ ইতিমধ্যে স্থানান্তরিত হয়েছেন, যা একটি ইতিবাচক দিক। তিনি আরও বলেন, “আমরা জনগণের মতামত সতর্কতার সাথে গ্রহণ করছি, এবং মেয়াদোত্তীর্ণ অভিবাসন নথিগুলো জুন পর্যন্ত ভ্রমণের জন্য গ্রহণযোগ্য রাখার সিদ্ধান্ত নিশ্চিত করায় ই-ভিসায় স্থানান্তর প্রক্রিয়া আরও সহজতর হবে।”

হোম অফিস অনুরোধ করেছে যারা এখনও তাদের ই-ভিসা অ্যাক্সেস করতে অ্যাকাউন্ট তৈরি করেননি, তারা যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করুন।

সূত্রঃ ই,আই,এন

এম.কে
০২ মার্চ ২০২৫

আরো পড়ুন

চতুর্থ রাউন্ডের ভোটেও শীর্ষে ঋষি সুনাক

মানবাধিকার বিধি লঙ্ঘন করেছে প্রীতি প্যাটেলের ডিটেনশন পলিসি: ইমিগ্রেশন কোর্ট

যুক্তরাজ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সরকারের ব্যর্থতা