9.1 C
London
December 25, 2024
TV3 BANGLA
ফিচার

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে বিরাট চমক!

গ্রাহক সুবিধার কথা চিন্তা করে নিত্য নতুন ফিচার যুক্ত করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুযায়ী, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।

বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস-তে এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা ও আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ ও থাই ভাষার সমর্থন পাওয়া যাবে।

প্রথমে WhatsApp Settings > Chats অপশনে গিয়ে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারটি চালু করতে হবে এবং পছন্দসই ভাষা নির্বাচন করতে হবে। এরপর মেসেজটি ধরে রাখুন এবং Transcribe অপশনে ট্যাপ করুন। ট্রান্সক্রিপশন দেখতে আরও জায়গা প্রয়োজন হলে, মেসেজের এক্সপান্ড আইকনে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপ জানায়, ট্রান্সক্রিপশন প্রদর্শনে কিছু সময় লাগতে পারে। এছাড়া, যদি ‘Transcript unavailable’ মেসেজ আসে, তবে সেটি ভাষার সমর্থন না থাকা, শব্দ অস্বচ্ছ হওয়া বা ব্যাকগ্রাউন্ড শব্দের কারণে হতে পারে।

কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।

এম.কে
২২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

গাড়ি চালানোর অভিজ্ঞতা বদলে দেবে অ্যাপেলের ‘কারপ্লে’

ব্রিটেনে রেস্তোরাঁয় সমাদৃত কাঁঠালের বার্গার!

অনলাইন ডেস্ক

বিরল খনিজ থেকে ক্যান্সার নিরাময়ী উপকরণ মিলেছে, দাবি চীনা বিজ্ঞানীদের